রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

West Bengal DA Update: পশ্চিমবঙ্গে খুশির হাওয়া, কালীপুজোর আগেই রাজ্যের কর্মীদের ডিএ! বড় খবর সামনে এল

West Bengal DA Update: বছর শেষ হওয়ার আগেই হচ্ছে বহু প্রতীক্ষিত ডিএ মামলার (DA hearing) শুনানি। এই শুনানি হবে ৩রা নভেম্বর তারিখে। রাজ্যের লক্ষ লক্ষ কর্মী চাতক পাখির মতো চেয়ে…

Advertisements

West Bengal DA Update: বছর শেষ হওয়ার আগেই হচ্ছে বহু প্রতীক্ষিত ডিএ মামলার (DA hearing) শুনানি। এই শুনানি হবে ৩রা নভেম্বর তারিখে। রাজ্যের লক্ষ লক্ষ কর্মী চাতক পাখির মতো চেয়ে আছে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। ওইদিন রাজ্যের (State Government) এসএসলপি খারিজ হয়ে গেলেই তা কলকাতা হাইকোর্টে ফেরত চলে আসবে। এমনটা ঘটলে তখন পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দিতে বাধ্য হবে।

State Government DA Hearing 2023 (West Bengal DA Update)

উপরিলিখিত তথ্যগুলি সরকারি কর্মচারীদের মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। এই পিছনে মূলত হাত রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তিনিই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্টভাষায় জানিয়ে দেন যে, তিনি বিষয়টিকে গাম্ভীর্যতার সঙ্গে দেখছেন, মোটেই কথাগুলোকে শুধুমাত্র মুখের কথা হিসাবে বলছেন না। তাঁর কথায়, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পাইয়ে দেওয়ার জন্য বিজেপি সরকারি কর্মচারি পরিষদ কোমর বেঁধে লড়াইয়ে নামবে।

Advertisements

West Bengal DA Update

State Government DA Hearing 3rd November 2023

বিরোধী দলনেতার মন্তব্য, “ডিএ কেন্দ্রীক বিষয়ে আমাকে আন্দোলন সংগ্রামী মঞ্চে উপস্থিত হওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমি যেতে অক্ষম থাকায় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) যান। মাঠে ময়দানে লড়াই করতে হচ্ছে তাঁদেরকে। ৩রা নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আছে। মামলার নিষ্পত্তি সুনিশ্চিত করতে সেখানে আমাদের তরফে দুইজন সিনিয়র আইনজীবী থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র আইনজীবীদের দাঁড় করিয়ে তারিখ পিছিয়ে দিচ্ছে। এইবার সেটা হতে দেবো না। আমাদের পক্ষে সিনিয়র আইনজীবী দাঁড় করিয়ে মামলার নিষ্পত্তি করিয়েই ছাড়বো”।

West Bengal DA Update

ডিএ মামলার শুনানির ঠিক আগে শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজ্য সরকারি কর্মচারীরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন। দাবি করা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে ৩রা নভেম্বরে আইনি লড়াইয়ে নামবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী গুড্ডু সিং ও উদ্যম মুখোপাধ্যায়। এছাড়াও বাঁশুরি স্বরাজের পাশাপাশি আরও দুই আইনজীবীও উপস্থিত থাকবেন শুনানির দিনে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements