রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

LPG Cylinder New Price: হুড়মুড়িয়ে কমে গেল রান্নার গ্যাসের দাম! জানুন নতুন রেট

LPG Cylinder New Price: প্রকাশ্যে গ্যাসের নয়া দাম। আগস্ট মাসে পয়লা তারিখে সংশোধিত হল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতে স্বস্তি পেলেন গ্রাহকরা। চলতি মাসে রান্নার গ্যাস কিনতে গেলে অপেক্ষাকৃত কম…

Advertisements

LPG Cylinder New Price: প্রকাশ্যে গ্যাসের নয়া দাম। আগস্ট মাসে পয়লা তারিখে সংশোধিত হল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতে স্বস্তি পেলেন গ্রাহকরা। চলতি মাসে রান্নার গ্যাস কিনতে গেলে অপেক্ষাকৃত কম টাকা খরচ করতে হবে গ্রাহকদের। চলুন জেনে নেওয়া যাক, আগস্টের ১ তারিখে কলকাতা সহ অন্যান্য জায়গায় রান্নার গ্যাসের দাম কত হল।

LPG Cylinder New Price

Advertisements

প্রথমেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস নিয়ে কথা বলি। বাণিজ্যিক গ্যাস মূলত হোটেলে রান্নার কাজে ব্যবহৃত হয়। জুন মাসে এর দাম ৮৩.৫০ টাকা হ্রাস করা হয়েছিল। জুলাই ঢুকতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এবার আগস্ট ঢুকতে গ্যাসের দাম কমতে দেখা গেল। এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১লা আগস্ট তারিখে ৭ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

LPG Cylinder New Price

জুলাই মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮৯৫ টাকা। এই দামই আজ কমে ১৮০২.৫০ টাকা হয়ে গেল। দিল্লিতে জুলাইয়ে এই গ্যাসের দাম ছিল ১৭৮০ টাকা। আগস্টে দাম হয়ে যায় ১৬৮০ টাকা। আগস্ট মাসে মুম্বাই ও চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম যথাক্রমে ১৬৪০.৫০ টাকা ও ১৮৫২.৫০ টাকা। উল্লেখ্য, এর আগে মার্চ মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ৩৫০ টাকা বাড়িয়ে দেওয়া পরে এপ্রিল ও মে মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া হয়।

LPG Cylinder New Price

LPG Cylinder New Price In Kolkata

আগস্ট মাসেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন দেখা গেল না। অর্থাৎ কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থেকে গেল। শেষবার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা গেছিল মার্চ মাসে। ওই মাসে উক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। আগস্টে দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ১১০৩ টাকা, ১১১২.৫০ টাকা ও ১১১৮.৫০ টাকা রয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements