রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Civic Volunteer Recruitment 2023: কোনও পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Civic Volunteer Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে (Civic Volunteer Recruitment 2023)। এই কাজে রয়েছে আকর্ষণীয় বেতন পাওয়ার সুযোগ। বয়সসীমা, আবেদন…

Advertisements

Civic Volunteer Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে (Civic Volunteer Recruitment 2023)। এই কাজে রয়েছে আকর্ষণীয় বেতন পাওয়ার সুযোগ। বয়সসীমা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ জানতে হলে পড়তে হবে এই সম্পূর্ণ প্রতিবেদন।

Civic Volunteer Recruitment 2023

Advertisements

পদের নাম প্যারা লিগ্যাল ভলান্টিয়ার
শূন্যপদের সংখ্যা ৩৬টি
বয়সসীমা ১. আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

২. বয়সের উর্দ্ধসীমার উল্লেখ নেই।

৩. রিজার্ভড ক্যাটাগরির আবেদনকারী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

যোগ্যতা ১. আবেদনকারী প্রার্থী স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করতে হবে।

২. কম্পিউটার নলেজ থাকতে হবে।

৩. ইংরেজি ভাষা জানা বাধ্যতামূলক।

বেতন ১. এই কাজ হবে চুক্তিভিত্তিক। স্থায়ী নয় এই পদ।

২. একটি নির্দিষ্ট মেয়াদে কাজ করার পরে মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

৩. মাসিক নয়, দৈনিক হারে বেতন পাওয়া যাবে।

৪. দৈনিক বেতনের পরিমাণ ৫০০ টাকা হলে, মাসিক বেতন হবে ১৫০০০ টাকা।

(Civic Volunteer Recruitment 2023) আবেদন প্রক্রিয়া:

১. এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে।
২. প্রয়োজনীয় ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করতে হবে ও পরে হার্ড কপি বের করতে হবে।
৩. প্রিন্ট করে কপিটির ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিতে হবে।
৪. একইসঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জেরক্স করে মূল আবেদনপত্রের সঙ্গে রাখতে হবে।
৫. মনের করে প্রত্যেকটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৬. সবশেষে সমস্ত ডকুমেন্টস একটি মুখবন্ধ খামে ভরে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Secretary, District Legal Services Authority, Nadia” Address ADR Centre, District Judges Court Compound, Krishnagar, Nadia, Pin-741181

Civic Volunteer Recruitment 2023

(Civic Volunteer Recruitment 2023) দরকারি ডকুমেন্ট(Required Documents):

১. আধার কার্ড/ ভোটার কার্ড।
২. জন্ম শংসাপত্র।
৩. একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৪. শিক্ষাগত শংসাপত্র।
৫. সমগোত্রীয় পদে কাজ করার প্রমাণপত্র।
৬. ঠিকানার প্রমাণপত্র।

Civic Volunteer Recruitment 2023

(Civic Volunteer Recruitment 2023) নিয়োগ প্রক্রিয়া:

১. এক্ষেত্রে কোনো প্রকারের অনলাইন বা অফলাইন পরীক্ষায় বসতে হবে না। অর্থাৎ কোনো লিখিত পরীক্ষাই দিতে হবে না চাকরিপ্রার্থীদের।
২. জমা পড়া আবেদনপত্র বিশ্লেষণ করে যোগ্যদের নাম ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা হবে।
৩. যে সমস্ত চাকরিপ্রার্থী ইন্টারভিউ পাশ করতে পারবেন, তাঁরাই একমাত্র কাজে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আবেদন করার শেষ তারিখ: ২০২৩ সালের ১২ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই তারিখের পর আবেদন করার সুযোগ হারাবেন চাকরিপ্রার্থীরা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements