Vastu Tips: লেবু ও লবঙ্গ রান্না ঘরে খাবারের স্বাদ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি মানুষের জীবনের একাধিক সমস্যা দূর করতে সক্ষম। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারে আলোচনা করা হল (Lemon Chili Vastu Tips)।
লেবু ও লবঙ্গ সঠিকভাবে ব্যবহার করতে পারলে পুরো জীবন ইতিবাচকভাবে আগাগোড়া পাল্টে যেতে পারে। অনেকেই জানেন না, উপাদান দুটি ঠিক কীভাবে ব্যবহার করা উচিত। নিম্নে এটাই বিস্তারিতভাবে বর্ণনা করা হল।
(Vastu Tips) লেবু ও লবঙ্গের টোটকা
১. বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে: বাড়ির অন্দর থেকে নেতিবাচক শক্তি দূর করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু গাছ। এই গাছটিকে মঙ্গলবারে বাড়ির মন্দিরে বা বাড়ির বাইরে লাগাতে হবে। আপনি চাইলে কোনো পাবলিক প্লেসেও লাগাতে পারেন। এমনটা করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। এই গাছটিতে প্রত্যেকদিন মনে করে জল দিয়ে সেবা করতে হবে। তবেই বাড়িতে সুখশান্তি বজায় থাকবে। ভুলেও গাছটিকে বাড়ির ভেতরে লাগানো যাবে না।
২. ব্যবসায় ক্ষতি থেকে বাঁচাতে চাইলে: এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে লেবু ও মরিচ। শনিবার ও মঙ্গলবারে মনে করে কাঁচা মরিচ ও লেবু সুতোয় গেঁথে দোকানের প্রধান দরজায় ঝুলিয়ে রাখলে ভালো ফল পাওয়া যাবে।
৩. সাফল্য পেতে চাইলে: এক্ষেত্রে বাড়ির প্রধান দরজায় মরিচ ও লেবু ঝুলিয়ে রাখলে কার্যকরী ফল পাওয়া যায়। এছাড়াও ৪টি লবঙ্গ ও ১টি লেবু নিয়ে হনুমান মন্দির গিয়ে লেবুর উপরে লবঙ্গ রেখে হনুমান চল্লিশা পাঠ করলে ভালো ফল মেলে। মনে রাখতে হবে, লেবুটি মন্দিরেই রেখে দিতে হবে।