রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘সামি সামি’ গানে কলপাড়ে উদ্দাম নাচ দম্পতির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: ট্রেন্ডিং গানে নেচে ভাইরাল এক দম্পতির ভিডিও (Dance Viral Video)। ভিডিওতে দুইজনকে খোলা আকাশের নিচে হ্যান্ড পাম্পের কাছে সায়া ও লুঙ্গি পরে ডান্স করতে দেখা যায়। সাধারন গ্রাম্য…

Advertisements

Viral Video: ট্রেন্ডিং গানে নেচে ভাইরাল এক দম্পতির ভিডিও (Dance Viral Video)। ভিডিওতে দুইজনকে খোলা আকাশের নিচে হ্যান্ড পাম্পের কাছে সায়া ও লুঙ্গি পরে ডান্স করতে দেখা যায়। সাধারন গ্রাম্য পরিবেশের মাঝে দম্পতির এই ভিডিও দেখে ভিডিওর কমেন্ট বক্সে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা হয়ে গেছে দর্শকদের। এই ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা মিলিয়ন পেরিয়ে গেছে। ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় গান ‘সামি সামি’ (Saami Saami)। এই গান মুক্তি পেয়েছিল ২০২১ সালে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার অংশ হিসাবে। এই গানের দৃশ্যে আল্লু অর্জুনের বিশেষ চলার ভঙ্গি-ব্যক্তিত্ব এবং রশ্মিকা মন্দনা কর্তৃক পেশ হওয়া দুর্দান্ত ডান্স দর্শকদের মন জয় করে নেয়। আর মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই এই গান ট্রেন্ডিং গানের তালিকায় নাম লিখিয়ে দেয়।

Viral Video

সম্প্রতি এই গানেই ডান্স করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। ভাইরাল ডান্স ভিডিওটিতে স্ত্রীকে লুঙ্গি পরে এবং স্বামীকে সায়া পরে সাধারণ পরিবেশের মাঝে দাঁড়িয়ে ডান্স করতে দেখা যায়। দুইজনে মাথায় গামছা পরে মুখে একগাল হাসি নিয়ে হাত ছড়িয়ে ডান্স করেন।

এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘আরোশি বিশ্বাস’ (Aroshi Biswas) নামক এক ফেসবুক আইডি থেকে। এই ডান্সের ভিডিও ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। ফলস্বরূপ, প্রায় ১ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং ৩.৭ হাজারের মতো মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements