রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ, বাস্তুমতে বাড়ির এই দিকে রাখলে কেটে যাবে অর্থভাব

Vastu Tips: ইন্ডোর প্ল্যান্ট বাড়িতে লাগালে বাড়ির অন্দরের সৌন্দর্য আরও বাড়ে। বাজারে নানান রকমের ইন্ডোর প্ল্যান্ট পাওয়া যায়। মানুষ নিজের পছন্দের ভিত্তিতে ইন্ডোর প্ল্যান্ট কিনে থাকেন। অনেকেই জানেন না, এই…

Advertisements

Vastu Tips: ইন্ডোর প্ল্যান্ট বাড়িতে লাগালে বাড়ির অন্দরের সৌন্দর্য আরও বাড়ে। বাজারে নানান রকমের ইন্ডোর প্ল্যান্ট পাওয়া যায়। মানুষ নিজের পছন্দের ভিত্তিতে ইন্ডোর প্ল্যান্ট কিনে থাকেন। অনেকেই জানেন না, এই ইন্ডোর প্ল্যান্টগুলোর সঙ্গে বাস্তুশাস্ত্রের (Plant Vastu Tips) গভীর সম্পর্ক রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু ইন্ডোর প্ল্যান্ট বাড়ির ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম (Indoor Plant Vastu Tips)। কোনো ইন্ডোর প্ল্যান্ট বাড়ির ক্ষতির কারণ হতে পারে, আবার কোনোটা বাড়ির জন্য শুভ বার্তা বয়ে আনতে পারে।

Vastu Tips

Advertisements

বাড়ির ইতিবাচক বা নেতিবাচক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন একাধিক গাছ রয়েছে। এদের মধ্যে ব্যাম্বু প্ল্যান্ট (Bamboo Plant), মানিপ্ল্যান্ট (Money Plant), ক্রাসুলা ওভাটা (Crassula Ovata) গাছের নাম উল্লেখযোগ্য। আজকের প্রতিবেদন ক্রাসুলা ওভাটাকে নিয়েই।

Vastu Tips

Crassula Ovata Vastu Tips: ক্রাসুলা গাছের উপস্থিতিতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাস্তুমতে এটি বাড়ির জন্য অত্যন্ত শুভ। এই গাছ মা লক্ষ্মীর প্রিয় একটি গাছ। এই গাছ বাড়িতে চুম্বকের মতো টাকা টানে। ফলে বাড়িতে কোনোদিনই টাকার অভাব দেখা দেয় না। এমনকি ঋণ থেকেও মুক্তি পান বাড়ির সদস্যরা। তবে শাস্ত্র মেনে গাছটিকে সঠিক দিকে লাগাতে হবে। বাড়ির কোন কোন দিকে এই গাছ লাগানো যাবে, সেটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Vastu Tips

(Vastu Tips) বাড়ির কোন দিকে ক্রাসুলা ওভাটা গাছ লাগানো যায়?

১. ক্রাসুলা ওভাটা গাছটি ছোট্ট একটি গাছ। এই গাছটিকে টবে রেখে, সেই টবটিকে বাড়ির প্রধান দরজার ডানদিকে রাখতে হবে। এই কাজ করলেই বাড়িতে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে।
২. কেউ চাইলে এই গাছ অফিসেও লাগাতে পারেন। এমনটা করলে চাকুরীরত ব্যক্তির পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements