Vastu Tips: আমরা অনেকেই বাড়ির মঙ্গলের জন্যে বাস্তুশাস্ত্রে মেনে থাকি। যার টোটকাগুলি একটু খটমট হলেও বেশ কার্যকরী। সংসারে আর্থিক অনটন লেগেই রয়েছে, এক্ষেত্রে অবশ্যই সাহায্য নিন বাস্তুশাস্ত্রের। হ্যাঁ, মানছি অনেকেই মানেন না এই জটিল শাস্ত্র, কিন্তু একবার মানলে হতাশ হবেন না। আমরা মোটামুটি সবাই ঘর বাড়ি সাজাতে ভালোবাসি। বিশেষ করে যারা নতুন সংসার শুরু করেছে, তাঁদের ক্ষেত্রে তো বটেই! আজ এমন একটি গাছের কথা বলব যা ঘরে প্রতিস্থাপন করলে অর্থের কোনও অভাব হবেনা আপনার সংসারে।
বাড়িতে এই গাছগুলি লাগালে ভগবানের আশীর্বাদ পাবেন এবং আপনার সংসারে সুখ, সমৃদ্ধি ও উন্নতি একেবারে ভরে উঠবে। গাছটির সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। এই উদ্ভিদের নাম ক্র্যাসুলা প্ল্যান্ট (Crassula plant)। যেটি জেড প্ল্যান্ট (Jade Plant) নামেও পরিচিত। এমনকি এটি গুড লাক প্ল্যান্ট এবং মোহিনী প্ল্যান্ট নামেও পরিচিত। লোকেরা একে অর্থ-আকর্ষক চুম্বক।
কারণ এটি বাড়িতে, অফিস বা দোকানে রাখলে লক্ষীর ভান্ডার ভরে উঠবে। তবে কীভাবে এই গাছের সাহায্যে আয় বাড়ে? বা কোথায় এই গাছ রাখা উচিত? সবসময় ক্রাসুলা গাছটি বাড়ির প্রবেশদ্বারের ডানদিকে রাখুন। তাহলে খুলবে ভাগ্যের চাকা।
কারণ গাছটি অর্থনৈতিক উন্নতির জন্য খুবই শুভ। তবে এই গাছটি কর্মক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে লাগালে দ্রুত পদোন্নতি হবে। এছাড়া ক্র্যাসুলা উদ্ভিদ বাড়ির বারান্দার উত্তর বা পূর্ব দিকে রাখতে পারেন। তবে ভুলেও দক্ষিণে রাখবেন না।