DA Update: রাজ্যে মহার্ঘ ভাতা (DA) বা বেতন বৃদ্ধি কেন্দ্রীক সরকারী কর্মীদের অসন্তোষ প্রকাশ নতুন নয়। দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে আন্দোলন। রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees) একাধিকবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন। এই দাবিতে তাঁরা পথে নেমেছেন এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই বিষয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে মামলাও চলছে। এইসবের মাঝেই রাজ্যের শিক্ষকদের নিয়ে নয়া খবর শুনতে পাওয়া গেল।
(DA Update) Government Decision on Salary hike:
রাজ্যে মহার্ঘ ভাতা আন্দোলন (West Bengal DA Protest) এখনও চলছে। এর মাঝে হঠাৎই রাজ্যের শিক্ষকদের বেতন বৃদ্ধি কেন্দ্রীক খবর প্রকাশ্যে এলো। জানা গেছে, রাজ্য সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার বিষয়ে নয়া সিদ্ধান্ত নিতে পারে। সূত্রের খবর অনুযায়ী, এই ইস্যুতে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসেছে। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিক্ষক-শিক্ষিকাদের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে বেতন বৃদ্ধি করা হবে বা পদোন্নতি করা হবে।
(DA Update) Who will get the salary hike?
এর আগে বেতন বৃদ্ধির দাবিতে একাধিকবার পথে নেমে সরব হয়েছেন রাজ্যের শিক্ষকরা। এবার তাঁদেরই মনকামনা পূরণ হতে চলেছে। জানিয়ে রাখি বেতন বৃদ্ধির খবরটি সমস্ত শিক্ষকদের উপর প্রযোজ্য নয়। কারণ, এই খবর পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের (West Bengal Para Teacher News) কেন্দ্র করে। অর্থাৎ, প্যারাটিচার তথা পার্শ্ব শিক্ষক-শিক্ষাকারা বৃদ্ধিপ্রাপ্ত বেতন পাওয়ার সুযোগ পাবেন।
(DA Update) Decision on Para Teacher Salary Hike
প্যারাটিচারা (Para Teacher) বহুদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করে আসছেন। অবশেষে তাঁরা পরিশ্রমের ফল পেতে চলেছেন। যদিও ঠিক কবে থেকে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত কার্যকরী হবে বা বেতন কতটা বাড়ানো হবে, সেই নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি (Para Teacher Salary Hike)।