রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Dadagiri Season 10: আসছে ‘দাদাগিরি’, টেলিকাস্টের ঝামেলায় রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

Dadagiri Season 10: 'দাদাগিরি' অনুষ্ঠানের নাম মানুষ একডাকেই চেনে। এই শোয়ের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 'দাদা' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম। 'দাদা' ও 'দাদাগিরি'র সম্পর্ক অনেকটা 'বিগবস' (Bigboss)ও সালমান খান…

Advertisements

Dadagiri Season 10: ‘দাদাগিরি’ অনুষ্ঠানের নাম মানুষ একডাকেই চেনে। এই শোয়ের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘দাদা’ সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম। ‘দাদা’ ও ‘দাদাগিরি’র সম্পর্ক অনেকটা ‘বিগবস’ (Bigboss)ও সালমান খান (Salman Khan) এবং ‘দিদি নং ওয়ান’ (Didi No.1) ও রচনা ব্যানার্জির (Rachana Banerjee) মতো। শোয়ের নাম নিলেই সঞ্চালকের নাম নিজে থেকে চলে আসে। মাত্র ১ দিনের অপেক্ষা। এরপরেই আবার দেখতে পাওয়া যাবে ‘দাদা’র ‘দাদাগিরি’।

Dadagiri Season 10

Advertisements

এইবারে জি বাংলা চ্যানেলে (Zee Bangla Channel) ৬ অক্টোবর তারিখ থেকে শুরু হতে চলেছে ‘দাদাগিরি সিজন ১০’ (Dadagiri Season 10)। এই সিজন নতুন বার্তা নিয়ে শুরু হবে বলে জানা গেছে। ‘বাঙালি আজও দাদাগিরি করে’, এটাই স্লোগান হতে চলেছে ‘দাদাগিরি’র নয়া সিজনের। এই আবহেই জি বাংলায় রাতারাতি বন্ধের মুখে পড়তে চলেছে এক বাংলা ধারাবাহিক!

Dadagiri Season 10

চ্যানেলের তরফে ইতিমধ্যে ‘দাদাগিরি’র সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই সময়সূচির দিকে তাকালেই বোঝা যাবে ‘দাদাগিরি’ যে সময়ে সম্প্রচারিত হবে, সেই সময়েই ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul) নামক ধারাবাহিকটি দেয়। এটি মাত্র কয়েকমাস আগেই শুরু হয়েছে। কিন্তু ‘দাদাগিরি’র টাইম স্লট নিয়েই হল এবার সমস্যা।

Dadagiri Season 10

আসলে ‘দাদাগিরি’ শুক্রবার রাত ৯টায় জি বাংলার পর্দায় দেখা যাবে। এদিকে সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় ‘ইচ্ছেপুতুল’ দেয়। ২০২৩ সালের ৩০শে জানুয়ারি এটি পথচলা শুরু করে। শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই তা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকটিকে ৫ দিনের বদলে ৪দিন দেখা যাবে? নাকি বন্ধ হয়ে যাবে?

Dadagiri Season 10

এই প্রশ্নগুলো উঠতেই মুখ খুললেন ধারাবাহিকের নায়ক। তিনি বলেন, “শেষ হওয়া নিয়ে কিছু বলতে পারবো না। এই বিষয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কিছু বলা হয়নি। তবে দাদাগিরি শুরু হওয়ার কারণে এটা আপাতত ৫ দিনের বদলে ৪ দিন দেবে। কাল শুনলাম যে, পুজোর পরে আবার ৪ দিন থেকে ৫ দিন করে দেওয়া হবে টেলিকাস্টের দিনসংখ্যা”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements