রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Dadagiri: দাদাগিরির মঞ্চে খুদের দুর্ধর্ষ প্রতিভা দেখে মুগ্ধ নেটপাড়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Dadagiri: একডাকেই সবাই 'দাদাগিরি' (Dadagiri) অনুষ্ঠানের নাম জানেন। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে জমে ওঠে 'দাদাগিরি'-র মঞ্চ। এই অনুষ্ঠানের বহু ভিডিও ক্লিপই আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Dadagiri Viral Video) হতে দেখা…

Advertisements

Dadagiri: একডাকেই সবাই ‘দাদাগিরি’ (Dadagiri) অনুষ্ঠানের নাম জানেন। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে জমে ওঠে ‘দাদাগিরি’-র মঞ্চ। এই অনুষ্ঠানের বহু ভিডিও ক্লিপই আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Dadagiri Viral Video) হতে দেখা যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ক্লিপ বর্তমানে সামাজিক মাধ্যমে চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল।

Viral Video

Advertisements

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি ছোট্ট বাচ্চাকে দেখা যায়। জানলে অবাক হবেন, এই বাচ্চাটির নাম আন্তর্জাতিক স্তরে চর্চায় থেকেছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে, কী জন্য আন্তর্জাতিক স্তরে দাম দাখিল হল বালকের? সেটার উত্তরই এবার জেনে নেওয়া যাক।

Dadagiri

ভাইরাল ভিডিওটিতে (Little Boy Viral Video) বালকটির নামের উল্লেখ করা নেই। তাই তার নাম জানা যায়নি। যদিও তাঁর স্কিলের পরিচয় ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডেই পাওয়া যায়। বালকটি মাত্র ১ মিনিটে ১৩৮টি দেশের পতাকা চিহ্নিত করতে সক্ষম। তার এই প্রতিভা দেখে দর্শকদের পাশাপাশি অবাক হয়ে গেছেন ‘দাদাগিরি’-এর ‘দাদা’ সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)। উল্লেখ্য, বালকটি শুধুমাত্র একটি বিষয়েই আন্তর্জাতিক স্তরে নাম উজ্জ্বল করেনি। ১০০ থেকে ১ পর্যন্ত মাত্র ৩৭ সেকেন্ডে উল্টোদিকে পড়ে রেকর্ড করে ফেলেছে ছোট্ট বালক।

বালকের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই। মঞ্চে উপস্থিতি দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নেটিজেন সবাই অবাক হয়ে গেছেন বালকাটির কাণ্ড দেখে। ঝড়ের গতিতে এই ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বালকটির প্রশংসায় ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। কেউ ‘এক্সিলেন্ট’ তো কেউ লিখেছেন ‘ট্যালেন্টেড বয়’। কেউ আবার লিখেছেন, “এইভাবেই এগিয়ে যাও সোনা”। অনেকেই জীবনে সাফল্য লাভ করার আশীর্বাদও দেন বালকটিকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements