পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা (DA) দেওয়ার দাবি করে আসছেন। এই মর্মে তাঁরা আন্দোলনেও নেমেছেন। এই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অংশ রাজ্য সরকারি শিক্ষকরা। আন্দোলনকারীদের পক্ষে এখনও ফলাফল আসেনি। এইসবের মাঝেই পড়শী রাজ্যে শিক্ষকদের জন্য এক বিশেষ সুবিধার ব্যবস্থা করা হল রাজ্য সরকারের তরফে।
এখানে কথা বলা হচ্ছে বিহারকে (Bihar) নিয়ে। বিহার সরকারের (Bihar Government) তরফে রাজ্যের শিক্ষকদের থাকার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করা হতে চলেছে। এই ব্যবস্থার অধীনে স্কুলের কাছেই স্কুল শিক্ষকদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) সরকারি স্কুল শিক্ষকদের থাকার ব্যবস্থা করেছেন। বলা হয়েছে, এই ব্যবস্থা চালু হলে রাজ্যের প্রায় ৫ লক্ষ শিক্ষক উপকৃত হবেন। সরকারি শিক্ষক পদে নিযুক্ত হলে বহু শিক্ষক-শিক্ষিকাকেই যাতায়াত সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচাতেই বিহার সরকারের তরফে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এইসব সত্ত্বেও বিহারও ডিএ বাড়ায়নি বলে জানা গেছে।
বিহার সরকার শেষবার চলতি বছরে এপ্রিলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বাড়ায়। সেই সময়ে ডিএ বাড়ানোর পরে বিহারের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পরিমাণ বেড়ে ৪২% হয়ে যায়। এপ্রিলে বিহার সরকার ডিএ বৃদ্ধি করার পরে তা কেন্দ্রীয় সরকারের সমান ডিএ হয়ে যায়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার উৎসবের আবহে আবার মহার্ঘভাতা বাড়ালে বিহার সরকারের তরফে তা আবার বাড়ানো হয়নি।
Pay Scale Controversy Bihar
এপ্রিল মাসে বিহারে পরিবর্তিত পে স্কেলের কথা ঘোষণা করে সরকার। উক্ত পে স্কেলে যদিও শিক্ষকরা সন্তুষ্ট নন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলেও শিক্ষকদের পদোন্নতির প্রতি নজর দেওয়া হয়নি। এর উল্লেখ নয়া নিয়মেও নেই বলে দাবি করা হয়েছে।
Bihar New Pay Scale in detail (Dearness Allowance)
নয়া পে স্কেলে শ্রেণী অনুযায়ী মূল বেতন ও মোট বেতনের পরিমাণ ভাগ করে দেওয়া হয়েছে। নিম্নে শ্রেণী অনুযায়ী বেতনের পরিমাণ উল্লেখ করা হল।
● ১ম-৫ম শ্রেণী: মূল বেতন ও মোট বেতন যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার টাকা।
● ৬ষ্ঠ-অষ্টম শ্রেণী: মূল বেতন ও মোট বেতন যথাক্রমে ২৮ হাজার ও ৪২ হাজার টাকা।
● ৯ম-১০ম শ্রেণী: মূল বেতন ও মোট বেতন যথাক্রমে ৩১ হাজার ও ৪৬ হাজার টাকা।
● ১১শ-১২শ শ্রেণী: মূল বেতন ও মোট বেতন যথাক্রমে ৩২ হাজার ও ৪৮ হাজার টাকা।
জানিয়ে রাখি, বিপিএসসি (BPSC) অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission) সম্প্রতি ১.২ লক্ষ নতুন শিক্ষক নিয়োগ করে। এঁরা নতুন পে স্কেলেই বেতন পেতে শুরু করেন। এইসবের মাঝে দাবি করা হয়েছে যে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দৌলতে নিযুক্ত হওয়া ৪ লক্ষ শিক্ষকের থেকে বিপিএল কর্তৃক নিযুক্ত শিক্ষরা বেশি বেতন পাওয়ার যোগ্য। কিন্তু, পুরোনো পে স্কেলে বিপিএসসি কর্তৃক নিযুক্ত শিক্ষকরা কম বেতন পেয়ে থাকেন। মোটের উপরে প্রায় ৬০ হাজারের মতো সরকারি স্কুলের শিক্ষক পুরোনো পে স্কেলে বেতন পাচ্ছেন। যদিও এই ক্যাডারে ২০১৬ সাল থেকে নতুন করে আর নিয়োগ করা হয়নি।