রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

DIY Hacks: বর্ষাকালে ভিজে জামাকাপড় শুকানোর 5টি সহজ ও ঘরোয়া উপায়

DIY Hacks: বর্ষাকালে ঝমঝমে বৃষ্টিতে গরম থেকে মুক্তি পাওয়া গেলেও অন্যান্য সমস্যা বাড়তে দেখা যায়। বৃষ্টিতে ভিজে গেল রোগব্যাধিতে ভোগার সমস্যা তো আছেই। আবার ভিজে কাপড় শুকানোর সমস্যাও দেখা যায়।…

Advertisements

DIY Hacks: বর্ষাকালে ঝমঝমে বৃষ্টিতে গরম থেকে মুক্তি পাওয়া গেলেও অন্যান্য সমস্যা বাড়তে দেখা যায়। বৃষ্টিতে ভিজে গেল রোগব্যাধিতে ভোগার সমস্যা তো আছেই। আবার ভিজে কাপড় শুকানোর সমস্যাও দেখা যায়। বর্ষাকালে বাতাসে আদ্রতা বেশি থাকায় কাপড় সহজে শুকোতে চায় না। এই অবস্থায় কী করবেন? চিন্তা নেই। এই প্রতিবেদনে আনা হয়েছে এমন ৫টি উপায়, যেগুলো ফলো করে রুমের মধ্যে চট করে ভিজে কাপড় শুকিয়ে নেওয়া যাবে (Tips to Dry wet clothes in monsoon)।

(DIY Hacks) বর্ষাকালে কাপড় শুকানোর সহজ 5 উপায়

DIY Hacks

Advertisements

 ১. ভালো করে নিংড়ে নিতে হবে: জামাকাপড় ভিজে থাকলে প্রথমে তা ভালো করে নিংড়ে নিতে হবে। এমনভাবে নিংড়াতে হবে, যেন ভিজে কাপড়ের সমস্ত জল বেরিয়ে যায়। জামাকাপড়ে অতিরিক্ত জল না থাকলে, তা অপেক্ষাকৃত তাড়াতাড়ি শুকায়।
২. ফ্যান চালিয়ে দিতে হবে: অতিরিক্ত জল বেরিয়ে গেল কাপড়গুলো রুমের মধ্যে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিতে পারেন। আপনার বাড়িতে রুম হিটার থাকলে সেটাও চালাতে পারেন, কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

DIY Hacks

৩. ব্যবহার করতে যেতে পারে হেয়ার ড্রায়ার: হেয়ার ড্রায়ারের প্রধান কাজ চুল শুকানো হলেও, এটিকে কাপড় শুকানোর কাজেও ব্যবহার করা যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি বেরোনোর থাকে এবং প্রয়োজনীয় কাপড় যদি ভিজে থাকে, আপনি হেয়ার ড্রায়ার ব্যবহার করে চট করে শুকিয়ে নিতে পারেন।

DIY Hacks

৪. ইস্ত্রী ব্যবহার করতে পারেন: ভিজে কাপড় শুকানোর জন্য ইস্ত্রী ব্যবহার করা যেতে পারে। তবে এর আগে কাপড়ের অতিরিক্ত জল ভালো করে নিংড়ে নিতে হবে। এর উপরে গরম স্ত্রী চালিয়ে ভিজে কাপড় চট করে শুকানো যেতে পারে।
৫. ঘরের আদ্রতা নিয়ন্ত্রণ করতে হবে: যে রুমে কাপড় শুকাবেন, সেই রুমের আদ্রতা বেশি হওয়া যাবে না। এমনটা হলে ভিজে জামাকাপড় শুকোতে দেরি হবে। তাই বাড়ির আদ্রতা অর্থাৎ হিউমিডিটি কমানোর ব্যবস্থা করতে হবে। ‘হিউমিডিফায়ার’ ব্যবহার করে খুব সহজেই রুমের আদ্রতা নিয়ন্ত্রণ করা যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements