রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Drone Service 2023: আর মানুষ নয়, এবার ড্রোনে করে আসবে ওষুধ, মুদিখানার জিনিস! কবে চালু হচ্ছে এই পরিষেবা? জেনে নিন

Drone Service 2023: এবার শুধুমাত্র অ্যাপ সার্ভিস নয়, ড্রোন সার্ভিসও মিলবে দোরগোড়ায়। হ্যাঁ ঠিকই শুনলেন, ড্রোনে করে এবার বিভিন্ন জিনিসপত্র বাড়ির ভেতরে চলে আসবে। কোনো সাধারণ পণ্য হোক বা ওষুধ,…

Advertisements

Drone Service 2023: এবার শুধুমাত্র অ্যাপ সার্ভিস নয়, ড্রোন সার্ভিসও মিলবে দোরগোড়ায়। হ্যাঁ ঠিকই শুনলেন, ড্রোনে করে এবার বিভিন্ন জিনিসপত্র বাড়ির ভেতরে চলে আসবে। কোনো সাধারণ পণ্য হোক বা ওষুধ, প্যাথলজি টেস্টের নমুনা হোক বা অন্য কোনো বিষয়, সবই এবার বাড়িতে বসে পাওয়া যাবে ড্রোন পরিষেবার অধীনে।

Drone Service 2023

পণ্য পরিবহনের জন্য ড্রোন পরিষেবা ২০২৩(Drone service for delivering groceries and medicines 2023)

স্কাই এয়ার মোবিলিটি প্রাইভেট লিমিটেডের তরফে জানানো হয়েছে যে, আপাতত মোটামুটি ১০-১২টির মতো হাউজিং সোস্যাইটি সংস্থার সঙ্গে ড্রোন পরিষেবার জন্য চুক্তি করেছে। সূত্রের খবর অনুযায়ী, পণ্য পরিবহনের জন্য ড্রোন পরিষেবার কাজ নিউটাউন থেকে শুরু হতে পারে। ধীরে ধীরে এটি সল্টলেক সহ কলকাতার অন্যান্য অংশে সরবরাহ করবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার সহযোগী ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এশান খুল্লার জানিয়েছেন, ভবিষ্যতে এই সংস্থা গ্রামেও পরিষেবা দেবে।

Advertisements

গত বুধবারে সংস্থার তরফে প্রেজেন্টেশন প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। সেই অনুষ্ঠানেই এনকেডিএ চেয়ারম্যান দেবাশীষ সেন বলেন, “চিকিৎসা ক্ষেত্রে প্যাথলজি পরীক্ষার নমুনা সংগ্রহে বা ওষুধ সরবরাহ করার কাজে উল্লেখযোগ্য অবদান রাখবে এই ড্রোন পরিষেবা”। তিনি নিজের বক্তব্যে আপদকালীন পরিস্থিতিতে গ্রীন করিডোর তৈরি করার ফলে সৃষ্ট সাধারণ মানুষের সমস্যার কথারও উল্লেখ করেন।

Drone Service 2023

ড্রোনগুলো সর্বোচ্চ কতটা ওজন বহন করবে? (Maximum weight that can be carried by Drones)

স্কাই এয়ার মোবিলিটি প্রাইভেট লিমিটেডের তরফে জানানো হয়েছে যে, পণ্য সরবরাহ পরিষেবা প্রদানকারী ড্রোনগুলি সর্বনিম্ন ৫০০ গ্রাম এবং সর্বোচ্চ ৫০ কেজি ওজনের পণ্য বহন করতে পারবে।

সংস্থার ড্রোনগুলো নিম্নলিখিত বিষয়ে লজিস্টিক সমাধান হিসাবে কাজ করার জন্য বাজারে আসছে।

১. ই-কমার্স।
২. স্বাস্থ্যসেবা।
৩. কৃষি পণ্য।
৪. দ্রুত বাণিজ্য।

এছাড়াও একাধিক বিষয় এই সংস্থার তালিকাভুক্ত রয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements