রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Duare Saree 2023: দুয়ারে সরকার এখন অতীত! পুজোর আগে সস্তায় পোশাক দিতে নয়া প্রকল্প মুখ্যমন্ত্রীর

Duare Saree 2023: বাংলায় এবার দুয়ারে শাড়ি প্রকল্প! হ্যাঁ ঠিকই শুনলেন, দুয়ারে রেশন ও দুয়ারে ডাক্তারের পর এবার রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে শাড়ি প্রকল্প (Durare Saree Prakalpa)। এই প্রকল্পের…

Advertisements

Duare Saree 2023: বাংলায় এবার দুয়ারে শাড়ি প্রকল্প! হ্যাঁ ঠিকই শুনলেন, দুয়ারে রেশন ও দুয়ারে ডাক্তারের পর এবার রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে শাড়ি প্রকল্প (Durare Saree Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে পুজোর আগে খুবই সস্তায় শাড়ি কেনার সুযোগ পাবেন রাজ্যবাসীরা। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে এই শাড়ি বিক্রি করার কাজ করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উৎসবের মুখে গরীবদের মুখে হাসি ফোটানো।

Duare Saree 2023

Advertisements

দুয়ারও শাড়ি প্রকল্পে ঠিক কী কী পাওয়া যাবে?(Things included in Duare Saree 2023)

রাজ্য সরকারের দুয়ারে শাড়ি প্রকল্পের (Duare Sharee Prakalpa 2023) অধীনে রয়েছে একাধিক রকমের কাপড়। শাড়ি থেকে শুরু করে ধুতি, লুঙ্গি থেকে শুরু করে গামছা সবই পাওয়া যাবে এই প্রকল্পে।

দুয়ারে শাড়ি প্রকল্পে আবেদন করবেন কীভাবে?(How to apply for Duare Saree Prakalpa 2023)

আপাতত প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, দুয়ারে শাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করার প্রয়োজন নেই। ‘দুয়ারে শাড়ি’ (Duare Sharee 2023) প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারীরা ছোট গাড়িতে করে এলাকার পাড়ায়-গলিতে ঘুরবেন। যে সমস্ত দরিদ্র ব্যক্তিরা পোশাক কেনার প্রয়োজন মনে করবেন, তাঁরা সেই বিক্রেতা হিসাবে আসা রাজ্য সরকারি কর্মচারীর কাছে গিয়ে ন্যূনতম মূল্যে পছন্দসই শাড়ি, ধুতি, লুঙ্গি, গামছা প্রভৃতি কেনার সুযোগ পাবেন।

Duare Saree 2023

দুয়ারে শাড়ি প্রকল্পের উদ্দেশ্য(Purpose of Duare Saree Prakalpa 2023):

রাজ্য সরকারের (State Government) এই প্রকল্প মূলত দরিদ্র পরিবারের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। দুর্গাপুজোয় যাতে দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত মানুষও নতুন জামাকাপড় পরে সানন্দে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যই এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। তবে ইচ্ছে হলে যে কোনো আর্থিক স্বচ্ছল পরিবারও দুয়ারে শাড়ি প্রকল্পের সুবিধা নিতে পারেন। এক্ষেত্রে কেনাকাটার অধিকারে কোনো প্রকারের বাধা দেওয়া হয়নি।

কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে শাড়ি প্রকল্প?(Duare Saree Prakalpa 2023 starting date)

রাজ্য সরকারের ৭ম দুয়ারে শিবির (Duare Sarkar Camp 2023) শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর তারিখ থেকে। দুয়ারে শাড়ি প্রকল্প চালু হবে ঠিক এই সময়েই। জানা গেছে, এই প্রকল্প চালু হবে পূর্ব বর্ধমান জেলা দিয়ে।

Duare Saree 2023

এই প্রসঙ্গে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক হয়ে গেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলার প্রশাসনিক আধিকারিকরা। মূলত তাঁর উদ্যোগেই এই প্রকল্পের সূচনা ঘটতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২ সপ্তাহের মধ্যেই এই প্রকল্প চালু হয়ে যাবে।

দুয়ারে শাড়ি প্রকল্পে শাড়ির দাম কত হবে?(Duare Saree Prakalpa 2023 Saree price)

● শাড়ির সর্বনিম্ন দাম- দুয়ারে শাড়ি প্রকল্পে খুবই কম দামে শাড়ি পাওয়া যাবে। মাত্র ৭০ টাকাতেই মিলবে শাড়ি।
● শাড়ির সর্বাধিক দাম- এই প্রকল্পের অধীনে শাড়ির সর্বোচ্চ দাম খুব একটা বেশি হবে না। এই শাড়ি প্রায় সবাই কিনতে পারবেন। দাম হবে মাত্র ২০০ টাকা।

সরকারের তরফে জানানো হয়েছে যে, শাড়ি কম দামে দেওয়া হলেও শাড়ির গুণমান খারাপ হবে না। এই প্রকল্প পূর্ব বর্ধমানে (Purba Burdwan) ভালো সাড়া পেলে ধীরে ধীরে অন্য জেলাতেও চালু করা হবে। আর এইসবটাই হবে দুর্গাপুজোর (Durgapuja 2023) আগে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements