রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Duare Sarkar Camp 2023: প্রতি মাসে পাবেন ১০০০ করে টাকা, আবেদন করুন দুয়ারে সরকারের এই প্রকল্পে

Duare Sarkar Camp 2023: আরো একবার আপনার এলাকায় বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। ২০২০ সালের ডিসেম্বর মাসে সাধারণ মানুষের ঘরের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে মাননীয়া মুখ্যমন্ত্রী…

Advertisements

Duare Sarkar Camp 2023: আরো একবার আপনার এলাকায় বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। ২০২০ সালের ডিসেম্বর মাসে সাধারণ মানুষের ঘরের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( Mamta Banerjee) এই ক্যাম্প (1st Duare Sarkar Camp) শুরু করেন। সেই সময় করোনা আবহে এই ক্যাম্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর তিন বছর কেটে গেলেও এই শিবিরের জয় যাত্রা আজও অব্যাহত রয়েছে।

Duare Sarkar Camp 2023

Advertisements

রাজ্য সরকারের (State Government) তরফ থেকে পেশ করা তথ্য অনুযায়ী, গত দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজিত শিবিরের সংখ্যা ছিল প্রায় ৪.৬ লক্ষের মতো। উক্ত ক্যাম্পে প্রায় ৭.১ কোটি রাজ্যবাসী অংশগ্রহণ করেছিল। জানা গেছে, এই ষষ্ঠ দুয়ারে সরকার ক্যাম্পের হাত ধরে প্রায় ২.৪ কোটি স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) পেয়েছে রাজ্যের বাসিন্দারা। তাই এবছর আবারও অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম দুয়ারে সরকার ক্যাম্প (7th Duare Sarkar Camp) ।

(Duare Sarkar Camp 2023) কত তারিখে এই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হবে?

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৬ ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে এই ক্যাম্প।

(Duare Sarkar Camp 2023) সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পে কতগুলো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

ষষ্ঠ দুয়ারে সরকার শিবির পর্যন্ত এই ক্যাম্পে মোট ৩৩টি রাজ্য সরকারি প্রকল্প ছিল। এবার জানা গেছে, আগামী দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের সংখ্যা আরও ২ বেড়ে গিয়ে ৩৫ করা হবে।

Duare Sarkar Camp 2023

(Duare Sarkar Camp 2023) কোন কোন প্রকল্পগুলি নতুন যুক্ত হয়েছে সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পে?

ষষ্ট দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী (Khadya Sathi) , স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) , কাস্ট সার্টিফিকেট (Cast Certificate), কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree) এর মতন ৩৩ টি রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যেত তবে এবছর পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন ও বার্ধক্য ভাতা যুক্ত হয়েছে ।

(Duare Sarkar Camp 2023) বার্ধক্য ভাতা হিসেবে কত টাকা পাওয়া যাবে?

বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে আবেদন করলে এবং সেই আবেদন মঞ্জুর হলে আবেদনকারী ব্যক্তি প্রত্যেক মাসে ভাতা হিসাবে ১০০০ টাকা করে পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আবেদকারী ব্যক্তির বয়স ষাট বছরের উপরে হতে হবে।

Duare Sarkar Camp 2023

(Duare Sarkar Camp 2023) মোবাইল ক্যাম্পের আয়োজন

সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পের এক অভিনব সংযোজন হলো প্রান্তিক এবং দুর্গম এলাকার মানুষের জন্য মোবাইল ক্যাম্পের আয়োজন। কালিম্পং -এর দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা থেকে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের বাসিন্দা সবাইকে এই ৩৫ টি প্রকল্পের সুবিধা দিতে এই মোবাইল ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements