রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Durga Puja Bill Update: পুজোর চাঁদাতে রয়েছে এই বিশেষ সুবিধা, এবার উপকৃত হবেন সাধারণ মানুষ

Durga Puja Bill Update: দুর্গাপুজো বাঙালির উৎসব। শরৎকালে শুরু হওয়া এই উৎসব ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বাংলা (West Bengal), বিহার (Bihar), ওড়িশা (Odisha), আসাম (Assam),…

Advertisements

Durga Puja Bill Update: দুর্গাপুজো বাঙালির উৎসব। শরৎকালে শুরু হওয়া এই উৎসব ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বাংলা (West Bengal), বিহার (Bihar), ওড়িশা (Odisha), আসাম (Assam), ঝাড়খন্ড (Jharkhand), ত্রিপুরা (Tripura) ও উত্তরপ্রদেশে (Uttar pradesh) ঐতিহ্যগতভাবে শারদীয়া দুর্গোৎসব পালন করা হয়। ভারতের বাইরে এই পুজো বাংলাদেশেও ধুমধাম করে উদযাপন করা হয়। এই পুজো মূলত ১০ দিনের হলেও ৫টি দিন বিশেষভাবে পালিত হয়। কলকাতার দুর্গাপুজো ২০২১ সালে ইউনেস্কোর হেরিটেজ (UNESCO Durgapuja) তকমা পায়। যার পরে দুর্গাপুজো কেন্দ্রীক বাঙালির আনন্দ কয়েকশো গুণ বেড়ে যায়।

Durga Puja Bill Update

Advertisements

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোণায় দুর্গাপুজো সাড়ম্বরে উদযাপন করা হয়। পুজো মণ্ডপগুলো কোথাও সাবেকি সাজে, আবার কোথাও ভিন্ন ভিন্ন রকমের থিমে সজ্জিত হতে দেখা যায়। এদিকে রাজ্য সরকার (State Government) প্রতিমা বিসর্জনের শেষ তারিখ জানিয়ে দিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে প্রতিমা বিসর্জনের কাজ ২৬শে অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে। আবার বঙ্গবাসীরা দুর্গাপুজোর কার্নিভালের (Durgapuja Carnival 2023) সাক্ষী হওয়ার সুযোগ পাবেন ২৭শে অক্টোবর তারিখে।

Durga Puja Bill Update

বাংলার দুর্গাপুজোর (West Bengal Durga Puja 2023) ঝলমলে রূপ সারা বিশ্বের কাছ তুলে ধরতে আর্থিক সাহায্য প্রদানের জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই সরকারি অনুদান একমাত্র রেজিস্টার্ড পুজো কমিটিগুলোই পেয়ে থাকেন। ২০২০ ও ২০২১ সালে রাজ্য সরকারের তরফে ‘শারদীয়’ অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। ২০২২ সালে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। যা আগস্টের বৈঠকে ৭০ হাজার টাকা করার কথা ঘোষণা করে মমতা সরকার (Mamata Government)।

Durga Puja Bill Update

পুজোর বিলে কি সুবিধা রয়েছে? ( Durga Puja Bill Update)

১. অভিনব পদক্ষেপ গ্রহণ করল পুজো কমিটিগুলি। এবার ডিজিটাল পেমেন্ট সিস্টেম (Digital Payment System) যুক্ত হল চাঁদার বিলেও। যোগ করা হল ‘স্ক্যান টু পে’ (Scan To Pay) অপশন।
২. পুজো কমিটিগুলোর যুগান্তকারী এই পদক্ষেপে কোনো রকমের ঝক্কি-ঝামেলা ছাড়াই GPay, PhonePe প্রভৃতি সহ যে কোনো UPI অ্যাপ ব্যবহার করে ফট করে সেকেন্ডের মধ্যে দেওয়া যাবে চাঁদা।
৩. চাঁদা দিতে গেলে চাঁদা প্রদানকারী ব্যক্তিদের হেনস্থার শিকার হতে হবে না। কোনো রকমের অতিরিক্ত চাপ ছাড়াই ইচ্ছেমতো চাঁদা দেওয়া সম্ভব হবে।
৪. নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী খুব সহজেই চাঁদা দিতে পারবেন সাধারণ মানুষ। লজ্জাজনক পরিস্থিতিতে না পড়ে নির্দ্বিধায় সাধারণ মানুষ চাঁদা দেওয়ার সুযোগ পাবেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements