রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Durga Puja School Holidays 2023: সিলেবাস অসুম্পূর্ণ, পুজোর ছুটিতে স্কুল খোলা রাখার প্রস্তাব শিক্ষকদের

Durga Puja School Holidays 2023: ছুটি ছুটি ছুটি! এই ছুটির তালিকা বেশ লম্বা। মাঝে কিছুদিন স্কুল খুললেও একটা ছুটির পর আবার একটানা ছুটি। চলতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরে প্রথমে তো…

Advertisements

Durga Puja School Holidays 2023: ছুটি ছুটি ছুটি! এই ছুটির তালিকা বেশ লম্বা। মাঝে কিছুদিন স্কুল খুললেও একটা ছুটির পর আবার একটানা ছুটি। চলতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরে প্রথমে তো অতিরিক্ত ছুটি পাওয়া যায় গ্রীষ্মের অতিরিক্ত গরমের কারণে। ওই সময় পরিবেশের তাপমাত্রা এতই বেড়ে যায় যে, মানুষ অসুস্থ হতে শুরু করে। সেই অবস্থায় গরমের নির্ধারিত ছুটি শুরু হওয়ার অনেক আগেই গরমের ছুটি দিয়ে দেয় সরকার। এরপরে গরম না কমায় নির্ধারিত ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপরে কিছুদিন পরে স্কুল খুললে এই ছুটির তালিকায় যোগ দেয় পঞ্চায়েত ভোট কেন্দ্রীক ছুটি।

Durga Puja School Holidays 2023

Advertisements

Durga Puja School Holidays 2023

একাধিক ও একটানা ছুটির কারণে প্রভাবিত হয় স্কুলের পাঠক্রম। পর্যাপ্ত দিনে স্কুল খোলা না থাকায় সিলেবাসের অন্তর্গত সমস্ত বিষয়বস্তু পড়াতে গিয়ে কালঘাম ছুঁটে যাচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। কিছুদিনের মধ্যেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে। এই অবস্থায় পাঠক্রম শেষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে লক্ষ্মী পুজো ও কালি পুজোর মাঝে স্কুল খোলার অনুরোধ করছেন স্কুলের প্রধান শিক্ষকরা। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এই ব্যাপারে সহমত না হলে, তা করাটা অসম্ভব বলে দাবি করেছেন তাঁরা।

Durga Puja School Holidays 2023

লক্ষী পুজো ও কালি পুজোর মাঝে স্কুল খোলার বিষয়টি নিয়ে কিছু প্রধান শিক্ষক যেখানে আশাবাদী, সেখানে কিছুজন মধ্যশিক্ষা পর্ষদের হস্তক্ষেপের দাবি করেছেন। তাঁদের কথায়, মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রয়োজন, নইলে নিজেদের ইচ্ছায় স্কুলগুলো খুললে শিক্ষক-শিক্ষিকারা বিষয়টিকে গম্ভীরভাবে নেবেন না এবং স্কুল আসবেন না। বহু শিক্ষক-শিক্ষিকারই পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে।

Durga Puja School Holidays 2023

যদিও মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে স্কুল খোলার ব্যাপারে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পর্ষদের এক আধিকারিকদের বক্তব্য, “বিভিন্ন কারণে একটানা বেশ কয়েকদিন ছুটি ছিল স্কুলগুলোতে। দুই পুজোর ছুটির মাঝে ক্লাস হলে পড়ুয়ারাই লাভবান হবে। বেশ কিছু শিক্ষক স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। যদিও ছুটি দেওয়ার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements