রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Electric Bill: পুজোর আগেই ঝটকা, রাজ্যে বাড়ল বৈদ্যুতিক বিলের দাম! কত টাকা? জেনে নিন

Electric Bill: বাড়তে চলেছে বিদ্যুতের দাম! আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মাথায় হাত সাধারণ মানুষের। বিদ্যুতের দামে (Electric Bill) বৃদ্ধি দেখা দেবে দুর্গাপুজোর আগেই। যা লাগু হয়ে যাবে…

Advertisements

Electric Bill: বাড়তে চলেছে বিদ্যুতের দাম! আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মাথায় হাত সাধারণ মানুষের। বিদ্যুতের দামে (Electric Bill) বৃদ্ধি দেখা দেবে দুর্গাপুজোর আগেই। যা লাগু হয়ে যাবে ১লা অক্টোবর থেকে। সাধারণ জিনিসেরও দামের গ্রাফ ইতিমধ্যে ঊর্ধ্বমুখী থাকতে দেখা গিয়েছে। এবার, বিদ্যুতের দামের পরিমাণেও বৃদ্ধি দেখা দেওয়ায় মধ্যবিত্তের কপালে পড়ল চিন্তার ভাঁজ। পুজোর ঠিক আগে দাম বৃদ্ধি পাওয়ার খবরে নাখুশ বহু মানুষ।

Electric Bill

কোথায় বাড়ছে বিদ্যুতের বিলের দাম?(Where Electric Bill Rate is going to Increase?)

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জানাই, ভয় পাওয়ার কিছু নেই। কারণ, বিদ্যুতের বিলের দাম বাংলায় বাড়ছে না। বিলের দামে বৃদ্ধি দেখা যাবে ত্রিপুরায় (Tripura)। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও বেশ ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হয়। অনেকেই জানেন না যে, ত্রিপুরা হল বাঙালি অধ্যুষিত রাজ্য। আর এই কারণেই দুর্গাপুজো পালনে কোনো রকমের খামতি দেখা যায় না ত্রিপুরায়। এইসবের মাঝে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার খবর মধ্যবিত্তের আনন্দ ফিকে করে দেওয়ার পরিস্থিতি তৈরি করল।

Advertisements

Reduce Electric Bill

ত্রিপুরায় বাড়ল বিদ্যুতের বিল (Electric Bill Rate is going to increase in Tripura)

প্রকাশ্যে আসা খবরের ভিত্তিতে জানা গেছে যে, অক্টোবরের প্রথম তারিখ থেকে ত্রিপুরাবাসীদেরকে ৫-৭% বেশি টাকা খরচ করতে হবে বিদ্যুৎ বিলের পিছনে। আসলে ত্রিপুরা স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-কে বিগত আর্থিক বছরে বেশ বড়ো ধরণের ক্ষতির মুখে পড়তে হয়। ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ২৮০ কোটি টাকার ক্ষতি হয় টিএসইসিএল-কে। এই ক্ষতির ধারাবাহিকতা বজায় থাকে চলতি অর্থবর্ষেও। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম তিন মাসে প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি সহ্য করতে হয় ত্রিপুরা স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে।

Electric Bill

এই অবস্থায় ক্ষতি সামলাতে বিদ্যুতের বিলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় টিএসইসিএল-এর তরফে। এই সিদ্ধান্তের অধীনেই কোথায় ৫%, আবার কোথাও ৭% বৃদ্ধি করা হতে পারে বলে জানা গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements