রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Electricity Bill Discount: মুকুব 50% বিদ্যুৎ বিল! পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Electricity bill Discount: আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনার জন্যে রয়েছে সুখবর। এই খবর মূলত বিদ্যুৎ বিলকে (Electricity Bill) কেন্দ্র করে। সম্প্রতি প্রকাশ্যে আসা খবর অনুযায়ী বিদ্যুৎ সংযোগ কেন্দ্রীক এক বড়ো…

Advertisements

Electricity bill Discount: আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনার জন্যে রয়েছে সুখবর। এই খবর মূলত বিদ্যুৎ বিলকে (Electricity Bill) কেন্দ্র করে। সম্প্রতি প্রকাশ্যে আসা খবর অনুযায়ী বিদ্যুৎ সংযোগ কেন্দ্রীক এক বড়ো ধরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী বিদ্যুতের বিলে ও নয়া বিদ্যুৎ সংযোগে (New Electricity Connection) বিশেষ ধরণের ছাড় পাওয়া যাবে। জানা গেছে উল্লিখিত দুই ক্ষেত্রে এককালীন মকুবের (Electricity bill Discount) সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।

Electricity bill Discount

নতুন বিদ্যুৎ সংযোগ (Electricity Bill Discount)

নতুন বিদ্যুৎ সংযোগ পেতে চাইলে আপনাকে ধাপে ধাপে কিছু কাজ করতে হবে। নিম্নে এই ধাপগুলো বর্ণনা করা হল-
১) প্রথমে বিদ্যুৎ সংযোগ নিতে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থা তথা ডব্লিউবিএসইডিসিএল-এর (WEST BENGAL STATE ELECTRICITY DISTRIBUTION COMPANY LIMITED) অধীনে আবেদন জানাতে হবে।
২) আবেদন করা হয়ে গেলে তিন দিনের মধ্যেই পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে এবং একটি কোটেশন দেওয়া হবে আবেদনকারীকে।
৩) উল্লিখিত প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে গেলেই মোটামুটি ৪ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে।

Advertisements

Electricity bill Discount

বকেয়া বিল(Outstanding electricity bill)

১) বৈদ্যুতিক বিল দীর্ঘদিন ধরে বকেয়া থাকলেও বিলের উল্লিখিত টাকা পরিমাণে মকুবের সুবিধা পাওয়া যাবে।
২) এই সুবিধা উপলব্ধ রয়েছে ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের জন্য।
৩) এক্ষেত্রে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা বকেয়া বিলের ১০০ শতাংশ আর গ্রাহকদের দিতে হবে না। ৫০ শতাংশ দিলেই বাকি ৫০ শতাংশ মকুব করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, ৫০ শতাংশ টাকা এককালীন মিটিয়ে দিতে হবে। জানা গেছে, সরকারের তরফে সারচার্জেও ছাড় দেওয়া হবে।

Electricity bill Discount

কাদের ৫০ শতাংশ বিদ্যুৎ বিল মকুব করা হবে? (Who will get 50% discount on electricity bill?)

১) এক্ষেত্রে যাদের ব্যক্তিগত কমিটি কর্তৃক পরিচালিত ডিপ বা স্যালো, টিউবওয়েল আছে কিংবা যারা আর এল আই বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, তাঁরাই বিদ্যুতের বিলে ছাড় পাবেন।
২) এই সুবিধা পেতে হলে সেপ্টেম্বরের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে তবেই সুবিধা পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements