Forest Department Recruitment 2023: প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইসিএফআরই (ICFRE)-এর তরফে। এক্ষেত্রে বন দফতরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ ভারতের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারে জানতে হলে পড়তে হবে এই সম্পূর্ণ প্রতিবেদন।
All Details Of Forest Department Recruitment 2023
পদের নাম | লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) |
বয়স | ১. সাধারণ ক্যাটাগরির অন্তর্গত আবেদনকারী ব্যক্তিদের বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। ২. রিজার্ভড ক্যাটাগরির অন্তর্গত ব্যক্তিরা বয়সের সীমায় ছাড় পাবেন। |
বেতনের পরিমাণ | নিযুক্ত ব্যক্তি সর্বনিম্ন ১৯ হাজার ৯৯০ টাকা প্রতি মাসে পেতে পারেন। আবার এক্ষেত্রে সর্বোচ্চ মাসিক বেতনের পরিমাণ হতে পারে ৬৩ হাজার ২০০ টাকা। |
যোগ্যতা (Eligibility) | ১. শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। Advertisements
২. অন্যান্য যোগ্যতা (Other Qualification): আবেদনকারী প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে আবেদনকারীর প্রয়োজনীয় টাইপিং স্পিডের কথাও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী টাইপিং স্পিড ২৫-৩০ ডব্লিউপিএম হতে হবে। |
আবেদনপত্র জমা করার শেষ তারিখ | ২৯.০৯.২৩ |
(Forest Department Recruitment 2023) প্রয়োজনীয় ডকুমেন্ট:
১. শিক্ষা সংক্রান্ত শংসাপত্র।
২. বয়সের প্রমাণপত্র।
৩. জাতিগত শংসাপত্র।
৪. ঠিকানার শংসাপত্র।
৫. পাসপোর্ট সাইজ ফটো।
৬. ট্রানজ্যাকশন রিসিপ্ট।
(Forest Department Recruitment 2023) আবেদন প্রক্রিয়া:
১. এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২. অফলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Director, ICFRE-Rain Forest Research Institute, Sotai Deovan, Jorhat – 785010, Assam