Aadhar Card: বর্তমানে প্রায় সমস্ত কাজেই আধার কার্ড দরকার পড়ে! নতুন কোনো সরকারি নথি তৈরি হোক বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার কাজ, সিম কেনার বিষয় হোক বা রেশন সামগ্রী তোলার কাজ, সবেতেই বর্তমানে অপরিহার্য নথি হল আধার কার্ড (Aadhaar Card)। সম্প্রতি এই আধার কার্ডকে নিয়েই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। জলদি জেনে নিন, নইলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন।
আধার কার্ড কেন্দ্রীক নয়া ঘোষণা(Aadhaar Card related New Announcement)
১. সম্প্রতি একটি নতুন ঘোষণা করেছে ইউআইডিআইএ (UIDAI)। এই আধার প্রদানকারী সংস্থার তরফে আধার কার্ড আপডেট করার নির্দেশিকা জারি করা হয়েছে।
২. বলা হয়েছে, যাঁদের ১০ বছরের বেশি সময় ধরে আধার কার্ড আপডেট করা হয়নি, তাঁরা যেন শীঘ্রই আপডেট করে নেন।
৩. আধার কার্ড (মোবাইল নং বা ঠিকানা) আপডেট করতে গেলে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।
তবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার দিন এবার প্রায় শেষ হয়ে এসেছে। কারণ সংস্থা দ্বারা ঘোষিত তারিখের পরে আধা কার্ডের তথ্য আপডেট করতে গেলে টাকা দিতে হবে।
কতদিন পর্যন্ত ফ্রীতে আধার আপডেট করা যাবে?(What is the last date to update Aadhaar Card for Free?)
ফ্রীতে আধার কার্ড আপডেট করার লাস্ট ডেট হল ১৪ই সেপ্টেম্বর ২০২৩। এই তারিখ পেরিয়ে গেলে আর ফ্রীতে আধার কার্ড আপডেট করা যাবে না।
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া (How to Update Aadhaar card for free?)
১. অফলাইনে আধার তথ্য আপডেট করতে চাইলে টাকা দিতে হবে। এক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যেতে হয়।
২. বিনামূল্যে আধার তথ্য আপডেট করতে চাইলে যেতে হবে https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে।
৩. সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আধারের পুরোনো তথ্য আপডেট করে নেওয়া সম্ভব হবে।
৪. যে তথ্য আপডেট করতে হবে, সেটা বাছতে হবে।
৫. এরপরে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে, এতে ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পরে তথ্য আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৬. আবেদন গৃহীত হলে একটি URN জেনারেট করা হবে। এই ১৪ ডিজিটের সংখ্যা ব্যবহার করার মাধ্যমে পরবর্তীকালে আধার আপডেটের স্ট্যাটাস জানতে পারা যাবে।