রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Free LPG Cylinder 2023: বড় ঘোষণা! কালীপুজোয় ফ্রি-তে মিলবে ১টি গ্যাস সিলিন্ডার, কারা পাবেন? জেনে নিন

Free LPG Cylinder 2023: এবার মাসে একটি নয়, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন সাধারণ মানুষ। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষ দুটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়ার সুযোগ…

Advertisements

Free LPG Cylinder 2023: এবার মাসে একটি নয়, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন সাধারণ মানুষ। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষ দুটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে এই বিষয় সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ্যে এসে গেছে। কারা কারা এই সুবিধা পাবে? চলুন জেনে নেওয়া যাক (Free LPG Gas Cylinder Offer)।

Free LPG Cylinder 2023

দুটো এলপিজি সিলিন্ডারের ঘোষণা সরকারের (Government announcement on Double LPG Cylinder)

সরকারের ঘোষণা অনুযায়ী, দুটো এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে হোলি (Holi LPG Gas Cylinder) ও দীপাবলিতে (Diwali LPG Gas Cylinder।)। খুশির খবর হল, অতিরিক্ত একটি সিলিন্ডারটি পাওয়া যাবে একদম বিনামূল্যে। প্রথম ফ্রী সিলিন্ডারটি মিলবে চলতি বছরের নভেম্বরই (November 2023) এবং দ্বিতীয় ফ্রী সিলিন্ডারটি পাওয়া যাবে আগামী বছরে হোলির (Holi 2024) আগে।

Advertisements

Free LPG Cylinder 2023

কারা পাবেন ডাবল সিলিন্ডার? (Who are eligible for Double Cylinder)

১. ডাবল সিলিন্ডারের সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) উপভোক্তারা। সঠিক সময়ে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
২. উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। আধার ভেরিফায়েড থাকতে হবে।
৩. উপভোক্তাকে উজ্জ্বলা যোজনার অধীনে আধার ক্যাশ ট্রান্সফার কমপ্লায়েন্টের সুবিধাভোগী হতে হবে।
৪. উপরিলিখিত কাজগুলো না হয়ে থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে।
৫. উপভোক্তাদের উত্তরপ্রদেশের (Uttar pradesh) বাসিন্দা হতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ডাবল সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেন।
৬. দাবি করা হয়েছে, উৎসবের আবহে সাধারণ মানুষদের মুখে হাসি ফোটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) তরফে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements