Free LPG Cylinder: রান্নার গ্যাসের দামে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিরাট উত্থান ও পতনের মধ্যে দিয়ে গেছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম (Domestic LPG Cylinder)। গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তনের খবর সাধারণ মানুষের জন্য কখনও চিন্তার, আবার কখনও খুশির থেকেছে। এইসবের মাঝে যদিও দরিদ্র মহিলাদেরকে চুলোর ধোঁয়ার সমস্যা থেকে মুক্তি দিতে সর্বদাই উদ্যোগী থেকেছে সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) দৌলতে বহু গরীব মহিলা বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ পেয়েছেন। খুব শীঘ্রই এবার উজ্জ্বলা ২.০ আসতে চলেছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Free LPG Cylinder)
১. এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র মহিলাদের গ্যাসের কানেকশন দেওয়ার ব্যবস্থা করা।
২. এই প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হয়।
৩. প্রথমে কেন্দ্র এই প্রকল্প একাকী শুরু করে। পরে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষদের আরও সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়।
উজ্জ্বলা ২.০ উপভোগ করার যোগ্যতা(Eligibility for Ujjwala 2.0)
১. আবেদবকারীদের মহিলা হতে হবে।
২. আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের কম হওয়া যাবে না।
৩. আবেদনকারীকে বিপিএল-এর অন্তর্ভুক্ত হতে হবে।
৪. পরিবারের অন্য কারোর নামে গ্যাসের সংযোগ নথিভুক্ত থাকলে চলবে না।
উজ্জ্বলা ২.০ আবেদন প্রক্রিয়া (How to apply for Ujjwala ?)
১. আবেদন করার জন্য http://www.pmuy.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে ‘Apply’- ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
৩. আবেদনপত্রটি উপযুক্ত নথি সহ নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটারের কাছে জমা করতে হবে।
উজ্জ্বলা ২.০ আবেদনে প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Ujjwala 2.0)
১. জন্ম শংসাপত্র।
২. কেওয়াইসি ফর্ম।
৩. ইমেল আইডি।
৪. ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড।
৫. ব্যাঙ্কের পাসবই।
৬. পাসপোর্ট সাইজ ফটো।