রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Free LPG Gas: পুজোর আগেই বড় উপহার, ৭৫ লাখ পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাসের দেবে কেন্দ্র, কারা পাবেন? জানুন

Free LPG Gas: কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তে উপকৃত হবে দেশবাসী। জানা গেছে এবার পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojna) অধীনে ৭৫ লক্ষ পরিবার নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন পাবে। একইসঙ্গে প্রকাশ্যে…

Advertisements

Free LPG Gas: কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তে উপকৃত হবে দেশবাসী। জানা গেছে এবার পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojna) অধীনে ৭৫ লক্ষ পরিবার নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন পাবে। একইসঙ্গে প্রকাশ্যে এলো এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) নয়া দামও। আগের তুলনায় অনেকটা সস্তায় পাবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা। চলতি সপ্তাহে মঙ্গলবারে কেন্দ্রীয় সরকারের তরফে করা ঘোষণার বাস্তবায়ন ঘটলে বহু দরিদ্র মানুষ উপকৃত হবেন।

(Free LPG Gas) নতুন সিলিন্ডার কানেকশন কারা পাবেন?

Free LPG Gas

Advertisements

১. সরকারের তরফে মোট ৭৫ লক্ষ নতুন ডিপোজিট-হীন এলপিজি কানেকশন দেওয়া হবে।
২. ৭৫ লক্ষ নতুন পরিবার রান্নার গ্যাসের সংযোগ পাবে।
৩. যে সমস্ত পরিবার আগে কখনও গ্যাস সিলিন্ডারের কানেকশন নেয়নি, তাঁরাই একমাত্র পাবে।

উজ্জ্বলা যোজনায় উপভোক্তার সংখ্যা(Number of Ujjwala Yojana Users)

Free LPG Gas

এই প্রকল্প বাস্তবায়িত হলে উজ্জ্বলা যোজনার অধীনে উপভোক্তার সংখ্যা ১০.৩৫ কোটি দাঁড়াবে। যা এখনও পর্যন্ত ৯.৬ লক্ষ রয়েছে।

(Free LPG Gas) উজ্জ্বলা যোজনায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

১. কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণের জন্য গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ছাড় দেওয়া হয়েছে।
২. আগে থেকেই উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে ২০০ টাকার ভর্তুকি দেওয়া হয়। ফলে উজ্জ্বলা উপভোক্তারা সাধারণের থেকে ৪০০ টাকা সস্তায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন।

Free LPG Gas

(Free LPG Gas) দাম কমার পরে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের দাম

কলকাতায় একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার আগে ১১২৯ টাকায় পাওয়া যাচ্ছিল। এবার কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, উজ্জ্বলা উপভোক্তাদের কাছে গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াবে ৭২৯ টাকা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements