Free Ration: বাড়ানো হল বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ। হতদরিদ্র মানুষের মনে সরকারের এই ঘোষণা স্বস্তি জোগালো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আরও ৫ বছর ফ্রীতে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কার্যকরী হলে প্রায় ৮০ কোটির মতো দেশবাসী উপকৃত হবেন। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।
ফ্রী রেশন সংক্রান্ত প্রধানমন্ত্রীর মন্তব্য (PMs comment on Free Ration)
সম্প্রতি একটি জনসভার আয়োজন করা হয়েছিল ছত্তিশগড়ে (Chhattisgarh)। এই জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, “৮০ কোটি ভারতবাসীদের বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি সরকারের তরফে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাকে এই সিদ্ধান্ত নেওয়ার শক্তি জুগিয়েছে”।
ফ্রী রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Important notes on Free ration)
১. দেশবাসী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) অধীনে।
২. এই যোজনা চালু হয়েছিল ২০২০ সালে করো অতিমারির আবহে।
৩. সেই সময়ে চালু হওয়া যোজনা আজও চলছে দেশে এবং উপকৃত হচ্ছেন কোটি কোটি মানুষ।
৪. যোজনাটির প্রকৃত সময়সীমা অনেকদিন আগেই পেরিয়ে গেছে। দেশের দরিদ্র মানুষদের কথা ভেবে একাধিকবার এই সময়সীমায় বদল আনা হয়েছে।
৫. চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ শেষ হয়ে যেত। এর আগেই মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৬. এই যোজনার অধীনে গরীব পরিবারগুলোর প্রত্যেকটি সদস্য ৫ কেজি করে রেশন পেয়ে থাকেন।