রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

ফ্রি-র রেশন তোলার নিয়মে পরিবর্তন, আঙুলের ছাপ নিয়ে বড় আপডেট সামনে এলো

Free Ration Update: কেন্দ্রীয় সরকার (Central Government) ও রাজ্য সরকারের (State Government) উদ্যোগে অসংখ্য মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দেওয়ার কাজ করোনা অতিমারির আবহে ২০২০ সালে ২৬…

Advertisements

Free Ration Update: কেন্দ্রীয় সরকার (Central Government) ও রাজ্য সরকারের (State Government) উদ্যোগে অসংখ্য মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দেওয়ার কাজ করোনা অতিমারির আবহে ২০২০ সালে ২৬ মার্চ তারিখে শুরু করলেও তা এখনও চলছে। এখনও কোটি কোটি দরিদ্র ভারতবাসী কেন্দ্রীয় সরকারের দৌলতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারছেন। উল্লেখ্য, করোনার সময়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই নয়, রাজ্য সরকারও বিনামূল্যে রেশন দিতে শুরু করে। এই ফ্রীর রেশন তোলার নিয়মেই এলো বড়োসড়ো পরিবর্তন। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

Free Ration Update

বিনামূল্যে রেশন (Free Ration Card)

ভারত সরকার (Indian Government)- কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Yojana) অধীনে প্রায় ৮০ কোটি দরিদ্র ভারতবাসী বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ পান। এই ফ্রীর রেশনের মেয়াদ চলতি বছরে ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার ছিল। শেষ হওয়ার আগেই এই বিষয়ে বড়ো ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি ফ্রীর রেশনের সময়সীমা আরও বাড়িয়ে দেন। সম্প্রতি ছত্তিশগড়ে উপস্থিত থেকে তিনি জানান যে, দরিদ্র দেশবাসীরা আরও ৫ বছর বিনামূল্যে রেশন পাবেন।

Advertisements

আঙুলের ছাপ নিয়ে ঘোষণা সরকারের (Governments announcement on finger print)

সম্প্রতি আঙুলের ছাপকে কেন্দ্র করে বড়ো আপডেট প্রকাশ্যে। চটপট জেনে নিন, নয়তো ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এমনকি সঠিক নিয়ম না জানার কারণে আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক, আঙুলের ছাপকে কেন্দ্র করে কী বলা হয়েছে।

Free Ration Update

প্রকাশ্যে আসা খবর অনুযায়ী আঙুলের ছাপ নিয়ে সরকারের ঘোষণা রেশন তোলার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। সাধারণত পরিবারের কেউ একজনই রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ (Fingerprint) দিয়ে রেশন তুলে থাকেন। এইবার এই প্রচলিত নিয়মেই জারি করা হল নিষেধাজ্ঞা। দাবি করা হয়েছে, এবার থেকে রেশন তুলতে গেলে আর একজনই মাত্র আঙুলের ছাপ দিয়ে রেশন তুললে হবে না। বাড়ির বা পরিবারের অন্যান্য সদস্যদেরও রেশন তোলার জন্য আঙুলের ছাপ দেওয়ার কাজে অংশগ্রহণ করতে হবে। এমনটা না করলে অংশগ্রহণ না করা সদস্যদের রেশন কার্ডে লাল কালির দাগ পড়তে পারে বা সেই রেশন কার্ড বাতিল করা হতে পারে। আর তাই রেশন পাওয়ার পরিষেবায় দাঁড়ি না দিতে চাইলে একটা পরিবারের সমস্ত সদস্যদেরই মাঝেমধ্যে আঙুলের ছাপ দিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements