General Knowledge: চাকরির পরীক্ষায় জেনারেল নলেজকে কেন্দ্র করে নানান রকমের প্রশ্ন আসে। ইন্টারভিউতে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, শিল্পকলাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন করা হয়। এই বিষয়কে মাথায় রেখেই আজকের এই প্রতিবেদনে কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।
১. কোন প্রাণী পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নামে পরিচিত?
উঃ- শিম্পাঞ্জি (Chimpanzee) পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নামে পরিচিত।
২. গুড় আমাদের শরীরে কি কোনো উপকার করে? করলে কী করে?
উঃ- হ্যাঁ, গুড় মানবদেহের উপকার করে। গুড় নিয়মিত খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়।
৩. পৃথিবীতে একটি ফল আছে। সেই ফলের বীজ ও খোসা উভয়ই পাওয়া যায় না। ফলটির নাম কী?
উঃ- এমন ফল যেটার বীজ ও খোসা উভয়ই পাওয়া যায় না, সেটি হল তুঁত।
৪. এই বিশ্বে এমন একটি ফল আছে, যেটি মাত্র ১ দিনে পেকে যায়। ফলটির নাম কী?
উঃ- যে ফলটি মাত্র ১ দিনেই পেকে যায়, সেটি হল চিকু অর্থাৎ সফেদা। ইংরেজিতে এই ফল ‘স্যাপোডিলা’ (Sapodilla) বা ন্যাসবেরি (Naseberry) নামে পরিচিত।
৫. আবিষ্কার হয়ে গেছে ভারতের এমন প্রাচীনতম শহরের নাম বলো।
উঃ- আবিষ্কার করা হয়ে গেছে, ভারতের এমন প্রাচীনতম শহরের নাম হল হরপ্পা (Harappa)।
৬. ভারতে সর্বাধিক প্রাণী ভারতের কোন রাজ্যে আছে?
উঃ- ভারতের সর্বাধিক প্রাণী মধ্যপ্রদেশে রয়েছে।
৭. গুড় ও আদার রস নাকে দিলে একটি বিশেষ রোগ ঠিক হয়ে যায়। রোগটির নাম বলো।
উঃ- গুড় ও আদার রস নাকে দিলে যে বিশেষ রোগটি ঠিক হয়ে যায়, সেটি হল মাথাব্যথা।