General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ে জ্ঞান না থাকলেই পরীক্ষার হলে মাথায় হাত দিয়ে বসতে হয়। এই পরিস্থিতির মুখোমুখি না হতে চাইলে খুঁটিয়ে সবটা জানতে হয়। আজকের প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম কী?
উঃ- ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. কোন তারিখে মানবাধিকার দিবস পালিত হয়?
উঃ- ১০ই ডিসেম্বরে মানবাধিকার দিবস পালিত হয়।
৩. ভারতের কোথায় ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- ছত্তিশগড়ে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ রয়েছে।
৪. পৃথিবীর কোথায় দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়?
উঃ- বিষুবরেখার অধীনে থাকা অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।
৫. বাংলার কোন এলাকা মাটির পুতুলের জন্য বিখ্যাত?
উঃ- কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত।
৬. কতগুলো রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করে গেছে?
উঃ- ৫টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করে গেছে।
৭. ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কী?
উঃ- ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম হল সরোজিনী নাইডু (Sarojini Naidu)।
৮. হাইকোর্ট কাজ করে কার অধীনে?
উঃ- হাইকোর্ট কাজ করে সুপ্রিমকোর্টের অধীনে।
৯. নীতি আয়োগ (Niti Ayog) কত সালে গঠন করা হয়?
উঃ- নীতি আয়োগ গঠন করা হয় ২০১৫ সালে ১লা জানুয়ারি তারিখে।
১০. কী হিমালয়ের হ্রদ নামে পরিচিত?
উঃ- রূপকুণ্ড হিমালয়ের হ্রদ নামে পরিচিত।
১১. কত সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৩৩৬ সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১২. গুগলের ইংরেজি বানানে চারটি রং কেন থাকে?।
উঃ- Google নামের ডিজাইনার ৪টি প্রাথমিক রং ব্যবহার করতে চেয়েছিলেন। তাই তাঁরা বানানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম অক্ষরে নীল, লাল, হলুদ ও সবুজ বেছে নেন। ‘ফাইন আর্টস’ (Fine Arts) অনুযায়ী ওগুলোই হল প্রাথমিক রং। কিন্তু এটি ডিজিটাল রঙের ক্রম মেনে চলেনি। কারণ, ডিজিটাল রঙের স্কেলে প্রাথমিক রং হল ‘আর-জি-বি’ (RGB) অর্থাৎ ‘রেড (Red), গ্রীন (Green) ও ব্লু (Blue)’। এর থেকে বোঝা যায় ‘Google’ শব্দে দুই প্রকৃতির স্কেল ব্যবহার করা হয়েছে। যাতে এটি সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বিজ্ঞানসম্মত নিয়মও মেনে চলে।