রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, চোখ বন্ধ করলে কোন রং দেখতে পাওয়া যায়? উত্তর কিন্তু ‘কালো’ নয়!

মানবমস্তিষ্ক জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ে সমৃদ্ধ হলে ক্ষতি নেই, বরং লাভ আছে। কারণ, এই বিষয় আমাদেরকে চারিপাশের পরিবেশে উপস্থিত বিভিন্ন বস্তু সম্পর্কে জ্ঞাত রাখার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিতে (Exam Preparation)…

Advertisements

মানবমস্তিষ্ক জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ে সমৃদ্ধ হলে ক্ষতি নেই, বরং লাভ আছে। কারণ, এই বিষয় আমাদেরকে চারিপাশের পরিবেশে উপস্থিত বিভিন্ন বস্তু সম্পর্কে জ্ঞাত রাখার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিতে (Exam Preparation) সাহায্য করে। আজকের প্রতিবেদনে একটি দুর্দান্ত প্রশ্ন আনা হয়েছে, যা খুবই সাধারণ ঘটনার অংশ, কিন্তু এর উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারবে না।

General Knowledge

Advertisements

 

প্রশ্নটি হল- “মানুষ যখন চোখ বন্ধ করে, তখন যে রং দেখতে পায়, সেটার নাম কী?” এই প্রশ্নটি শুনেই আপনার মনে যে উত্তরটি আসে, সেটা হল ‘কালো’ (Black)। কিন্তু অবাক করার ব্যাপার হল, আসলে কালো রং কেউ চোখ বন্ধ করলে দেখে না। অন্য এক রং দেখে। রংটার নাম জানেন? না জেনে থাকলে, চিন্তার ব্যাপার নেই। উত্তর জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

General Knowledge

(General Knowledge) What colours do we see when we close our eyes?

কালো সবচেয়ে গাঢ় রং। আমরা চোখ বন্ধ করলে কিন্তু এই গাঢ় কালো রং দেখতে পাই না। যে রংটি দেখতে পাই সেটি কালো, গাঢ় নীল রঙ (Blue) ও ধুসরের (Grey) মিশ্রিত কোনো একটি রং। এই রংটির নাম হল ‘এইগেনগ্রাও’ (Eigengrau)।

General Knowledge

(General Knowledge) Difference between Black and Eigenegrau

এই প্রতিবেদনে কালো ও এইগেনগ্রাও-এর রঙের তফাৎ দেখানো হয়েছে। কালো রঙের হেক্স কোড (Hex Code) যেখানে ‘000000’, সেখানে এই রঙের হেক্স কোড (Hex Code) হল #16161D। এটি খুব একটা প্রচলিত নয়, তাই ইউনিক রঙের (Unique Colour) তকমা পেয়েছে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের ভিজুয়াল ইনফরমেশন (Visual Information) তৈরি করে আমাদের মস্তিষ্ক। মজার ব্যাপার হল, চোখ বন্ধ করলে আমরা এইগেনগ্রাও দেখি এবং খোলা চোখে রাতের আকাশে তাকালে কালো রং দেখি।

General Knowledge

The Source of Eigengrau:

এইগেনগ্রাও রংটি বাংলায় ধূসর ছায়া রং হিসাবে পরিচিত। আশেপাশে কোনো আলো না থাকলে এইগেনগ্রাও দেখতে পাওয়া যায়। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ ‘এইগেন’ (Eigen) ও ‘গ্রাউ’ (Grau) থেকে। ‘এইগেন’-এর অর্থ হল নিজস্ব এবং ‘গ্রাউ’-এর অর্থ হল ধূসর।

(General Knowledge) How can you feel Eigengrau?

এইগেনগ্রাও ভালো করে দেখতে চাইলে একটি উপায় আছে। চোখে সামনে একটা কালো রঙের জিনিস রাখুন এবং সেটার দিকে বেশ কিছুক্ষণ তাকান। তাকানো হয়ে গেলে চোখ বন্ধ করুন এবং খুলুন। খোলার পরে দেখতে পাবেন সেই বস্তুটিকে আপনি আরও গাঢ় কালো রঙে দেখতে পাচ্ছেন এবং বন্ধ চোখে যখন ভাবছেন তখন আগের থেকে হালকা রঙের দেখতে পাচ্ছে। এইসবটাই হয় আশেপাশের আলোর সঙ্গে বস্তুর কন্ট্রাস্ট রঙের কারণে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements