রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: স্বাধীনতা দিবস তো ১৫ই আগস্ট, বলুন তো, পশ্চিমবঙ্গ দিবস কবে?

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) চাকরির পরীক্ষা সহ সামাজিক বিষয়ে জ্ঞান ভান্ডার বৃদ্ধি করতে কাজে লাগে। এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান মানুষকে পরীক্ষায় এগোনোয় সাহায্য করার পাশাপাশি সামাজিক মর্যাদা বাড়াতেও…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) চাকরির পরীক্ষা সহ সামাজিক বিষয়ে জ্ঞান ভান্ডার বৃদ্ধি করতে কাজে লাগে। এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান মানুষকে পরীক্ষায় এগোনোয় সাহায্য করার পাশাপাশি সামাজিক মর্যাদা বাড়াতেও সাহায্য করে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সহ নানান বিষয় এই একটি বিষয়ের অন্তর্গত হতে পারে। আজকের প্রতিবেদনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কেন্দ্রীক এক বিশেষ তথ্য তুলে ধরা হল, যা এই রাজ্যের বাসিন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এটা প্রত্যেক ভারতীয়ই জানেন। কিন্তু ‘ওয়েস্ট বেঙ্গল ডে’ কী? কেউ জানেন কি? কিছুজন জানলেও বহু মানুষেরই এই তথ্য অজানা। আজকের এই প্রতিবেদনে ওয়েস্ট বেঙ্গল ডে-কে নিয়েই সংক্ষেপে আলোচনা করা হল। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ দিবসের ইতি বৃত্তান্ত।

Advertisements

General Knowledge

(General Knowledge) পশ্চিমবঙ্গ দিবস কবে? কেন পালন করা হয়?

সালটা ছিল ১৯৪৭। ওই বছরে ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। তাই এটি ওয়েস্ট বেঙ্গল ডে (West Bengal Day) হিসাবে পরিচিতি লাভ করে। ওইদিন একটি বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বেঙ্গল প্রেসিডেন্সি ভারতের সঙ্গে থাকবে? পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে? না হিন্দু-মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তানে বিভক্ত হবে। সভাটির আয়োজন করা হয়েছিল বঙ্গীয় আইন পরিষদের তরফে। দীর্ঘ কয়েক ঘন্টার তর্কবিতর্কের পরে এই সভা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয় এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই থেকেই এই দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ তথা ‘ওয়েস্ট বেঙ্গল ডে’ (West Bengal Day) হিসাবে মান্যতা পায়।

General Knowledge

উক্ত সভার পরে রাজধানী কলকাতাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের অংশ হয়। ইতিহাসের পাতায় এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই দিনের সিদ্ধান্তের পরেই পশ্চিমবঙ্গের বাসিন্দারা ভারতের অধীনে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements