General Knowledge: পরীক্ষার হলে ওএমআর শীটে (OMR Sheet) জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন না ছাড়তে চাইলে বই ও ইন্টারনেট ঘেঁটে নানান রকমের তথ্য সংগ্রহ করতে হয়। প্রস্তুতিতে একটু ঘাটতি থেকে গেলেই পরীক্ষার হলে হতভম্ব হয়ে বসে থেকে যেতে হয়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্যই এই প্রতিবেদনে জেনারেল নলেজ সংক্রান্ত একাধিক প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ব্রেনের কোন অংশ মানুষের খিদে ও তেষ্টা নিয়ন্ত্রণ করে?
উঃ- হাইপোথ্যালামাস মানুষের খিদে ও তেষ্টা নিয়ন্ত্রণ করে।
২. ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে কী বলা হয়?
উঃ- ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে অ্যাসেন্ট্রিক বলা হয়।
৩. মালাই শব্দটির বাংলা অর্থ কী?
উঃ- মালাই শব্দটির বাংলা অর্থ হল পাহাড়।
৪. ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) কত সালে প্রকাশিত হয়েছিল?
উঃ- ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালে।
৫. কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।
৬. কে বাংলার বাঘ নামে পরিচিত?
উঃ- আশুতোষ মুখোপাধ্যায় ‘বাংলার বাঘ’ নামে পরিচিত।
৭. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম হল দ্রৌপদী মুর্মু।
৮. ভারতের কোথায় ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- মিজোরামে ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে।
৯. ভারতের ফার্স্ট সিটিজেন কে?
উঃ- ভারতের ফার্স্ট সিটিজেন হলেন দেশের রাষ্ট্রপতি।
১০. মেহেরগড় সভ্যতা কোন যুগের অন্তর্গত?
উঃ- মেহেরগড় সভ্যতা নিওলিথিক তথা নব্য প্রস্তুর যুগের অন্তর্গত।
১১. কোন বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়?
উঃ- বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়।
১২. বিরিয়ানি পরিবেশনের সময়ে হাঁড়িতে হাতা ঠোকা হয় কেন?
উঃ- হাতা থেকে অতিরিক্ত ঘি ও ভাত চামচ থেকে ঝেড়ে দেওয়ার জন্যেই হাঁড়িতে হাতা ঠুকে আওয়াজ করা হয়। এমনটা করলে চামচে লেগে থাকা ভাত নষ্ট হয় না এবং হাঁড়ির মধ্যে গিয়ে পড়ে যায়।