General Knowledge: জেনারেল নলেজের (General Knowledge) সীমানার বিস্তার বেশ অনেকটা। গুনে গুনে হয়তো দু-একটা টপিকই এই বিষয়ের অন্তর্গত নয়। তা বাদে খেলা, বিজ্ঞান, ইতিহাস, শিল্প, ভূগোল, বিশেষ দিন, পুরস্কার, প্রায় সবকিছুই এই বিষয়ের অধীনে পড়ে। বিশাল পরিধির এই বিষয়কে কেন্দ্র করেই আজকের প্রতিবেদনে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ম্যাকিয়াভেলি রচিত একটি গ্রন্থের নাম করো।
উঃ- ম্যাকিয়াভেলি রচিত একটি গ্রন্থের নাম হল ‘দ্য প্রিন্স’ (The Prince)।
২. কে আদিনা মসজিদ নির্মাণ করেন?
উঃ- সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন।
৩. কোন গাছ দক্ষিণ ভারতে সবুজ সোনা নামে পরিচিত?
উঃ- নারকেল গাছ (Coconut Tree) দক্ষিণ ভারতে সবুজ সোনা নামে পরিচিত।
৪. ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?
উঃ- ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ৭০০ ন্যানোমিটার থেকে ১ মিলিমিটার হতে পারে।
৫. ভারতের সংরক্ষিত পাখির নাম কী?
উঃ- ভারতের সংরক্ষিত পাখির নাম হল গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড (Great Indian Bustard)।
৬. বিশ্বের কোন দেশের সংবাদ সংস্থার নাম রিটা (RITA)?
উঃ- রাশিয়া সংবাদ সংস্থার নাম হল রিটা।
৭. বৃহত্তম এককোষী শৈবালের (biggest unicellular Algae) নাম বলো।
উঃ- বৃহত্তম এককোষী শৈবালের (biggest unicellular Algae) নাম হল অ্যাসিটাবুলারিয়া (Acetabularia)।
৮. প্যারাফিন কী?
উঃ- সম্পৃক্ত হাইড্রোকার্বন প্যারাফিন নামে পরিচিত।
৯. সালোকসংশ্লেষ কত ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে ভালো হয়?
উঃ- সালোকসংশ্লেষ ৩৫ ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে ভালো হয়।
১০. বিশ্বের কোন দেশ প্রাচ্যের ব্রিটেন নামে পরিচিত?
উঃ- জাপান (Japan) প্রাচ্যের ব্রিটেন নামে পরিচিত।
১১. কেন উদীয়মান সূর্য দেখতে লাল রঙের হয়?
উঃ- বিক্ষেপণের কারণে উদীয়মান সূর্য দেখতে লাল রঙের হয়।
১২. মেয়েরা কখন হাত দিয়ে কাজ চালায়?
উঃ- ব্রাশ না থাকলে মেয়েরা হাত দিয়েই কাজ চালায়।