General Knowledge: জ্ঞান বাড়ানোর উত্তম হাতিয়ার হল জেনারেল নলেজ (General Knowledge) বিষয়। এই বিষয়ের অধীনে কোনো মানুষ যত বেশি তথ্য সংগ্রহ করবে, তাঁর জ্ঞান ভাণ্ডার তত বেশি সমৃদ্ধ হবে। জেনারেল নলেজ সমৃদ্ধ হলে যেমন পরীক্ষায় বসলে বা ইন্টারভিউয়ে গেলে চাকরিপ্রার্থীদের মুশকিল আসান হয়, ঠিক তেমনই অন্যান্য ব্যক্তিদেরকেও ছোটরা প্রশ্ন করলে ভুলভাল উত্তর দিতে হয় না বা জ্ঞান কম থাকার লজ্জায় এড়িয়ে যেতে হয় না। নিম্নে জেনারেল নলেজ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর শেয়ার করা হল।
১. পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?
উঃ- ২০১১ সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার পরিমাণ হল ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন।
২. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হল চক্রবর্তী রাজা গোপালাচারী।
৩. কে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন?
উঃ- প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
৪. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম হল সমাচার দর্পণ।
৫. পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম হল ফোর্ট উইলিয়াম কলেজ।
৬. পশ্চিমবঙ্গে কেবলের তৈরি দীর্ঘতম ব্রিজের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গে কেবলের তৈরি দীর্ঘতম ব্রিজের নাম হল বিদ্যাসাগর সেতু। এর দৈর্ঘ্য ২৭০০ ফুট।
৭. কলকাতার ‘কলকাতা’ নামকরণ কে করেছিলেন?
উঃ- জব চার্ণক কলকাতার ‘কলকাতা’ নাম রেখে ছিলেন।
৮. কোন দেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ নামে পরিচিত?
উঃ- ভুটান পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ নামে পরিচিত।
৯. দেশের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়েছিল?
উঃ- দেশের প্রথম পাটকল তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায়।
১০. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কয়লা কোন জেলায় পাওয়া যায়?
উঃ- পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কয়লা পশ্চিম বর্ধমানে পাওয়া যায়। এই জেলার রানীগঞ্জে বিপুল পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে।
১১. কোন সালে ‘ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট’ (Indian Tiger Project) চালু হয়েছিল?
উঃ- ‘ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট’ ১৯৭৩ সালে চালু হয়েছিল।
১২. কোন তারিখে বসুন্ধরা দিবস পালন করা হয়?
উঃ- ২১ তারিখে বসুন্ধরা দিবস পালন করা হয়।
১৩. কত তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়?
উঃ- ২১ মার্চ তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়।
১৪. কত তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়?
উঃ- ১৫ই মে তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়।
১৫. এমন কোন কাজ আছে যেখানে ঢুকিয়ে টেপা হয়, আবার টিপে ঢোকানো হয়?
উঃ- মোবাইল চার্জ দেওয়ার কাজ কিছু মানুষ ঢুকিয়ে টিপে করে, আবার কিছুজন টিপে ঢুকিয়ে করে।