রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন নদী দ্বারা ভারত দুইভাগে বিভক্ত হয়েছে?

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) এমন একটা বিষয়, যেটা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভালো করে না পড়লে লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে সমস্যায় পড়তে হয়। এই ধরণের পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) এমন একটা বিষয়, যেটা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভালো করে না পড়লে লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে সমস্যায় পড়তে হয়। এই ধরণের পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে বইয়ের বাইরে ইন্টারনেটের জগতেও প্রশ্ন ও উত্তর খুঁজতে হয়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে দেওয়া হল এমনই কিছু প্রশ্ন ও উত্তর General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. সুঙ্গরী ও সিল্কা কোন নদীর উপনদী?
উঃ- সুঙ্গরী ও সিল্কা আমুর নদীর উপনদী।

Advertisements

General Knowledge

২. এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতা হলেন পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুর।

৩. ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম করো।
উঃ- ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম হল বরাহ ভেঙ্কট গিরি।

৪. কোন জায়গা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল?
উঃ- ভূমধ্যসাগর হল পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল।

৫. কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়?
উঃ- ডাঃ এ.পি.জে. আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়।

৬. কোন তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়?
উঃ- ১৮ই জুলাই তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়।

৭. কে ‘হংস দমিয়ন্তী’ ছবিটি এঁকে ছিলেন?
উঃ- রাজা রবি বর্মা ‘হংস দমিয়ন্তী’ ছবিটি এঁকে ছিলেন।

৮. জল সংবহনতন্ত্র কোন সামুদ্রিক প্রাণীর দেহে থাকে?
উঃ- জল সংবহনতন্ত্র তারামাছের দেহে থাকে।

৯. ভারতের কোন শহরে সিদি বশির মসজিদ স্মৃতিস্তম্ভ আছে?
উঃ- আহমেদাবাদে সিদি বশির মসজিদ স্মৃতিস্তম্ভ আছে।

General Knowledge

১০. কোন দেশের অধীনে কেনিয়া রয়েছে?
উঃ- আফ্রিকা অধীনে রয়েছে কেনিয়া।

১১. কোন ভাষা থেকে পরগনা শব্দটি এসেছে?
উঃ- ফরাসি ভাষা থেকে পরগনা শব্দটি এসেছে।

১২. কোন নদী দ্বারা ভারত দুইভাগে বিভক্ত হয়েছে?
উঃ- নর্মদা নদী দ্বারা ভারত দুইভাগে বিভক্ত হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements