রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা যায় না? ধরা পড়লে জেল হতে পারে

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টিকে পাত্তা না দিলে পরীক্ষার হলে বেশ ভালো রকমের সমস্যায় পড়তে হয়। পরীক্ষায় কিছু পারা না গেলে বেশ চাপের মুখে পড়েন…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টিকে পাত্তা না দিলে পরীক্ষার হলে বেশ ভালো রকমের সমস্যায় পড়তে হয়। পরীক্ষায় কিছু পারা না গেলে বেশ চাপের মুখে পড়েন পরীক্ষার্থীরা। লিখিত পরীক্ষায় যাতে চাকরিপ্রার্থীদের এই ধরণের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, এই প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. বিপদের সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয় কেন?
উঃ- বিপদের সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয়। কারণ, এই রং বাতাসের অণু দ্বারা সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়।

Advertisements

২. কোন বিষয়ের অধ্যয়ন এনটোমোলজি (Entomology) নামে পরিচিত?
উঃ- পোকামাকড়দের অধ্যয়ন এনটোমোলজি নামে পরিচিত।

৩. দ্বিতীয় স্থান অধিকার করেছে এমন বর্ষণসিক্ত অঞ্চলের নাম করো?
উঃ- দ্বিতীয় স্থান অধিকার করেছে এমন বর্ষণসিক্ত অঞ্চলের নাম হল মহাবালেশ্বর।

৪. ‘ফিডল’ কোন বাদ্যযন্ত্রের অপর নাম?
উঃ- ‘ফিডল’ বেহালার অপর নাম।

General Knowledge

৫. ব্যারোমিটার কোন কাজে ব্যবহৃত হয়?
উঃ- ব্যারোমিটার বায়ুর চাপ মাপার কাজে ব্যবহৃত হয়।

৬. ভারতের কোথায় কানহা ন্যাশনাল পার্ক রয়েছে?
উঃ- মধ্যপ্রদেশে কানহা ন্যাশনাল পার্ক রয়েছে।

৭. কোন কবি কাস্তে কবি নামে পরিচিত?
উঃ- দীনেশ দাস কাস্তে কবি নামে পরিচিত।

৮. নিজস্ব হরফ কোন ভাষার নেই?
উঃ- কোঙ্কনী ভাষার নিজস্ব হরফ নেই।

৯. ভারতের কোথায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম রয়েছে?
উঃ- দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম রয়েছে।

General Knowledge

১১. বলিভিয়াতে পাওয়া ইবোলা ভাইরাসের অনুরূপ ভাইরাসের নাম কী?
উঃ- বলিভিয়াতে পাওয়া ইবোলা ভাইরাসের অনুরূপ ভাইরাসের নাম হল Chapare Virus।

১২. বিমানে কোন ফল নিয়ে যাতায়াত করা যায় না?
উঃ- বিমানে নারকেল নিয়ে যাতায়াত করা যায় না। এর বাইরের অংশ যেহেতু শক্ত প্রকৃতির। তাই এটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতে পারে, এই সন্দেহে যাত্রীদের নিরাপত্তার কথা ভাবে বিমানে নারকেল নিয়ে যেতে মানা করা হয়েছে। আবার নারকেলের ভেতরে থাকা তরল পদার্থ বিমানে পড়লে তা বিমানের মেঝে পিচ্ছিল করে দিতে পারে। এই সমস্ত কারণেই নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানে ফল নিয়ে যাতায়াত করা যায় না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements