রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন দেশের জাতীয় পাখি কাক? 99% মানুষই জানেন না

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত পড়া যায়, ততই কম। চাকরিপ্রার্থীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই প্রতিবেদনে আনা হল জেনারেল নলেজ বিষয়ক কিছু প্রশ্নোত্তর (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. কোন শহর বিশ্বের ‘রাসায়নিক রাজধানী’ নামে পরিচিত?
উঃ- উইলসিংটন বিশ্বের ‘রাসায়নিক রাজধানী’ নামে পরিচিত।

Advertisements

২. ভারতের কোন এলাকা ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ নামে পরিচিত?
উঃ- তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলা ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ নামে পরিচিত।

৩. একটি মার্স গ্যাসের নাম বলো।
উঃ- একটি মার্স গ্যাসের নাম হল মিথেন।

General Knowledge

৪. জাপানের সংসদের অপর নাম কী?
উঃ- জাপানের সংসদের অপর নাম হল ডায়েট।

৫. কে “বেলা অবেলা কালবেলা” গ্রন্থটি লেখেন?
উঃ- জীবনানন্দ দাশ “বেলা অবেলা কালবেলা” গ্রন্থটি লেখেন।

৬. কে বাংলার ‘মুকুটহীন রাজা’ নামে পরিচিত?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার ‘মুকুটহীন রাজা’ নামে পরিচিত।

৭. কোন খেলার সঙ্গে আরতি সাহার নাম যুক্ত?
উঃ- সাঁতারের সঙ্গে আরতি সাহার নাম যুক্ত।

৮. ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল।

৯. কোথায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে?
উঃ- হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে।

১০. ভারতের কোন শহর ‘পিঙ্ক সিটি’ (Pink City) নামে পরিচিত?
উঃ- জয়পুর ভারতের ‘পিঙ্ক সিটি’ (Pink City) নামে পরিচিত।

১১. মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- মাইক্রোসফট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।

General Knowledge

১২. কোন দেশের জাতীয় পাখি কাক?
উঃ- ভুটানের জাতীয় পাখি হল কাক।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements