রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন জিনিস বউ না দিলেও শালি দেয়? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: জেনারেল নলেজের অন্তগর্ত কোন বিষয়টা নেই? কে কোন পুরস্কার পেয়েছে, কোন শিল্পীর নাম কীসের সঙ্গে জড়িত, কোন খেলায় কতজন খেলোয়াড় থাকেন, কোন তারিখে কোন বিশেষ দিবস রয়েছে, প্রায়…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজের অন্তগর্ত কোন বিষয়টা নেই? কে কোন পুরস্কার পেয়েছে, কোন শিল্পীর নাম কীসের সঙ্গে জড়িত, কোন খেলায় কতজন খেলোয়াড় থাকেন, কোন তারিখে কোন বিশেষ দিবস রয়েছে, প্রায় সবই এই বিষয়ের অধীনে পড়ে। উল্লিখিত বিষয়েই জেনারেল নলেজ বিষয়টি সীমাবদ্ধ নয়। বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি নানান বিষয়ের প্রশ্নও জেনারেল নলেজের অধীনে পড়তে হয়। আজকের প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. প্রাচীন ভারতে কোন যুগ সুবর্ণযুগ নামে পরিচিত?
উঃ- প্রাচীন ভারতে গুপ্ত যুগ সুবর্ণযুগ নামে পরিচিত।

Advertisements

২. ফ্রিজে কোন ‘গ্রীন হাউস গ্যাস’ ব্যবহার করা হয়?
উঃ- ফ্রিজে যে ‘গ্রীন হাউস গ্যাস’ ব্যবহার করা হয় সেটি হল ক্লোরোফ্লুরো কার্বন।

General Knowledge

৩. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত?
উঃ- লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত।

৪. কোন দেশের রাজধানীর নাম ক্যানবেরা?
উঃ- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।

৫. ভারতের কোথায় সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে?
উঃ- হরিয়ানায় সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে।

৬. কোন এলাকা বৎস জনপদের রাজধানী ছিল?
উঃ- বৎস জনপদের রাজধানী ছিল কৌশাম্বি।

৭. কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
উঃ- ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

General Knowledge

৮. জাতীয় গণিত দিবস কত তারিখে পালন করা হয়?
উঃ- জাতীয় গণিত দিবস ২২ ডিসেম্বর তারিখে পালন করা হয়।

৯. কে নীলদর্পনের ইংরেজি অনুবাদ করেছিলেন?
উঃ- মধুসূদন দত্ত নীলদর্পনের ইংরেজি অনুবাদ করেছিলেন।

১০. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া (draft of Preamble of the Indian Constitution) কে রচনা করেছিলেন ?
উঃ- জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন।

১১. দিল্লির শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উঃ- দিল্লির শেষ হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান।

১২. কোন জিনিস বউ না দিলেও শালি দেয়?
উঃ- ঘোমটা বউ দেয় না, কিন্তু শালি দেয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements