General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে জেনারেল নলেজ (General Knowledge) না পড়ে কোনো উপায় নেই। পরীক্ষা ক্র্যাক করতে গেলে জেনারেল নলেজ বিষয়ে মস্তিষ্কে নানান তথ্য সংগ্রহ করে রাখতে হয়। বই, নেটদুনিয়া সবকিছুই ঘেঁটে রাখতে হয় জেনারেল নলেজ বিষয়ের অধীনে জ্ঞান বাড়ানোর জন্য। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ বিষয়কে কেন্দ্র করে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু।
২. ভারতের প্রথম বিদেশমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম বিদেশমন্ত্রীর নাম হল জওহরলাল নেহেরু।
৩. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস”- এটা কে বলেছিলেন?
উঃ- “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” বলেছিলেন ক্লোচেন।
৪. ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কী?
উঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম হল সুকুমার সেন।
৫. কোন অঞ্চল ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত?
উঃ- ডুয়ার্স ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত।
৬. ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম জন মাথাই।
৭. “ব্যাক টু ভেদাস”- স্লোগানের প্রবর্তকের নাম কী?
উঃ- “ব্যাক টু ভেদাস”- স্লোগানের প্রবর্তকের নাম হল স্বামী দয়ানন্দ সরস্বতী।
৮. কে ভাইটালিস্টিক মতবাদ আবিষ্কার করেন?
উঃ- জগদীশচন্দ্র বসু ভাইটালিস্টিক মতবাদ আবিষ্কার করেন।
৯. ত্রিপুরার রাজধানীর নাম বলো।
উঃ- ত্রিপুরার রাজধানীর নাম হল আগরতলা।
১০. টপ্পা গানের প্রচলনকারীর নাম কী?
উঃ- টপ্পা গানের প্রচলনকারীর নাম হল রামনিধি গুপ্তা।
১২. মানুষের চোখ কত মেগা পিক্সেলের হয়?
উঃ- মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেলের হয়।