রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন পাখির খিদে পেলে বালি-পাথর খেয়ে ফেলে? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: চাকরি পরীক্ষার প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয়টি এড়িয়ে গেলে পরীক্ষায় ভালো স্কোর করা কঠিন হয়ে পড়ে। যে সমস্ত চাকরিপ্রার্থী জেনারেল নলেজ ভালো…

Advertisements

General Knowledge: চাকরি পরীক্ষার প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয়টি এড়িয়ে গেলে পরীক্ষায় ভালো স্কোর করা কঠিন হয়ে পড়ে। যে সমস্ত চাকরিপ্রার্থী জেনারেল নলেজ ভালো করে পড়েন, তাঁদেরকে পরীক্ষার হলে কখনও সমস্যার মুখে পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই ধরণের কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. এশিয়ান গেমসে হকি যোগ দেয় কত সালে?
উঃ- এশিয়ান গেমসে হকি যোগ দেয় ১৯৫৮ সালে।

Advertisements

২. সৌরজগতের শীতলতম গ্রহের নাম কী?
উঃ- সৌরজগতের শীতলতম গ্রহের নাম হল নেপচুন।

৩. ‘ওয়ান অ্যারেঞ্জড মার্ডার’ (One Arranged Murder) বইয়ের লেখক কে?
উঃ- ‘ওয়ান অ্যারেঞ্জড মার্ডার’ (One Arranged Murder) বইয়ের লেখক হলেন চেতন ভগৎ।

৪. ভারতের কোথায় হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড রয়েছে?
উঃ- বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড রয়েছে।

General Knowledge

৫. কোন দেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার?
উঃ- ভারতের প্রতীক হল রয়েল বেঙ্গল টাইগার।

৬. ব্যারোমিটার কোন কাজে ব্যবহৃত হয়?
উঃ- ব্যারোমিটার বায়ুর চাপ মাপার কাজে ব্যবহৃত হয়।

৭. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানার নাম লেখো।
উঃ- ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানার নাম হল ভিলাই।

৮. ভারতে অবস্থিত উষ্ণতম স্থানের নাম করো।
উঃ- ভারতে অবস্থিত উষ্ণতম স্থানের নাম হল ফালোডি।

৯. ভারতের কোথায় হাওয়া মহল রয়েছে?
উঃ- ফতেহপুর সিক্রিতে হাওয়া মহল রয়েছে।

১০. ‘ফিডল’ কোন বাদ্যযন্ত্রের অপর নাম?
উঃ- ‘ফিডল’ বেহালার অপর নাম।

১১. কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত?
উঃ- কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক ২৭৩K।

General Knowledge

১২. কোন পাখির খিদে পেলে বালি-পাথর খেয়ে ফেলে?
উঃ- উটপাখির খিদে পেলে বালি-পাথর খেয়ে ফেলে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements