রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন জিনিস ছোট হলে মেয়েরা কাঁদে কিন্তু বড় হলে আরাম পায়?

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত পড়া যায়, ততই কম। চাকরিপ্রার্থীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই প্রতিবেদনে আনা হল জেনারেল নলেজ বিষয়ক কিছু প্রশ্নোত্তর (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. রক্তে উপস্থিত রক্ত কণিকার হার কত?
উঃ- রক্তে উপস্থিত রক্ত কণিকার হার ৪৫%।

Advertisements

২. কুঁড়ি থেকে ফুল ফোটার ঘটনাকে কী ধরণের চলন বলা যেতে পারে?
উঃ- কুঁড়ি থেকে ফুল ফোটার ঘটনা ন্যাস্টিক চলন নামে পরিচিত।

General Knowledge

৩. পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের নাম করো।
উঃ- পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের নাম হল মোগলমারি।

৪. কৌলিন্য প্রথার প্রবর্তনকারীর নাম কী?
উঃ- কৌলিন্য প্রথার প্রবর্তনকারীর নাম হল বল্লাল সেন। তিনি বাংলার সেন বংশের রাজা ছিলেন।

৫. টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?
উঃ- ভিটামিন ‘ই’ (Vitamin E)-এর রাসায়নিক নাম হল টোকোফেরল।

৬. ভারতের কোন রাজ্য সমুদ্রের দান নামে পরিচিত?
উঃ- কেরালা সমুদ্রের দান নামে পরিচিত।

General Knowledge

৭. কে সোলার সিস্টেম (Solar System) আবিষ্কার করেন?
উঃ- কোপার্নিকাস সোলার সিস্টেম আবিষ্কার করেন।

৮. সর্বপ্রথম কোন হরমোন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা হয়?
উঃ- সর্বপ্রথম ইনসুলিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি করা হয়।

৯. মানবদেহে অবস্থিত কোন গ্রন্থি উদ্দীপনা সৃষ্টির জন্য দায়ী?
উঃ- অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহে উদ্দীপনা সৃষ্টির জন্য দায়ী।

১০. কোন নদীর উপরে বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত?
উঃ- সিলেরু নদীর উপরে বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত।

১১. কেন সাবানের বুদবুদ গোলাকার হয়?
উঃ- পৃষ্ঠটানের কারণে সাবানের বুদবুদ গোলাকার হয়।

১২. কোন জিনিস আকারে ছোট হলে মেয়েরা কষ্ট পায় এবং বড়ো হলে আরাম পায়?
উঃ- জুতো ও চুড়ি আকারে ছোট হলে মেয়েরা কষ্ট পায় এবং বড়ো হলে আরাম পায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements