রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন খেলায় তাড়াতাড়ি পড়ে গেলে মেয়েদের রাগ হয়?

General Knowledge: বর্তমান জীবনে জেনারেল নলেজ (General Knowledge) খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি হোক বা সাধারণ জ্ঞান সংগ্রহ, সবেতেই জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জেনারেল নলেজ (General Knowledge SAQ)…

Advertisements

General Knowledge: বর্তমান জীবনে জেনারেল নলেজ (General Knowledge) খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি হোক বা সাধারণ জ্ঞান সংগ্রহ, সবেতেই জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জেনারেল নলেজ (General Knowledge SAQ) বিষয়ে জ্ঞান সমৃদ্ধ থাকলে সমাজে দর বাড়ে, ইন্টারভিউতে নির্ভয়ে উত্তর দেওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জেনারেল নলেজ সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

General Knowledge

Advertisements

১. হাভানা কোন দেশের রাজধানী?
উঃ- কিউবা।

২. কোন সালে নর্মদা বাঁচাও আন্দোলনের সূচনা হয়?
উঃ- ১৯৪৫ সালে ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের সূচনা হয়।

৩. ফোনের ব্যাটারিতে ব্যবহৃত একটি ধাতুর নাম করো।
উঃ- ফোনের ব্যাটারিতে ব্যবহৃত একটি ধাতুর নাম হল দস্তা।

৪. ‘সত্যপীরের পুজো’ চালু করার উদ্দেশ্যে কী ছিল?
উঃ- হিন্দু ও মুসলিমের ঐক্যের জন্য ‘সত্যপীরের পুজো’ হয়েছিল।

৫. ‘সত্যপীরের পুজো’কে চালু করেছিলেন?
উঃ- ‘সত্যপীরের পুজো’ চালু করেছিলেন হোসেন শাহ।

General Knowledge

৬. গুটি বসন্তের পিছনে দায়ী ভাইরাসের নাম কী?
উঃ- গুটি বসন্তের পিছনে দায়ী ভাইরাস হল ভ্যারিওলা।

৭. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উঃ- মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল বোলান নদীর তীরে।

৮. চোখে বালি পড়ার পরিস্থিতি তৈরি হলে বালি পড়ার আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায় কেন?
উঃ- সহজাত প্রতিবর্ত ক্রিয়ার কারণে চোখে বালি পড়ার পরিস্থিতি তৈরি হলে বালি পড়ার আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায়।

General Knowledge

৯. কোন দেশে জাতীয় সংসদ ডায়েট নামে পরিচিত?
উঃ- জাপানে জাতীয় সংসদ ডায়েট নামে পরিচিত।

১০. পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে?
উঃ- পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে ৫০০ সেকেন্ড সময় লাগে।

১১. কোন দেশের প্রধান নদীর নাম আমুদরিয়া?
উঃ- আফগানিস্তানের প্রধান নদীর নাম আমুদরিয়া।

১২. কোন খেলায় তাড়াতাড়ি পড়ে গেলে মেয়েদের রাগ হয়?
উঃ- ক্রিকেট খেলায় উইকেট পড়ে গেলে ।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements