রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন খেলায় ছেলে মেয়ের টা খায় এবং মেয়ে ছেলের টা খায়?

General Knowledge: পরীক্ষার প্রস্তুতি নিতে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি পড়তেই হয়। এই বিষয়ে জ্ঞান রাখতে গেলে আশেপাশের নানান খবর জানতে হয়। না জানলে পরীক্ষায় বা ইন্টারভিউতে বেশ পিছিয়ে পড়তে…

Advertisements

General Knowledge: পরীক্ষার প্রস্তুতি নিতে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি পড়তেই হয়। এই বিষয়ে জ্ঞান রাখতে গেলে আশেপাশের নানান খবর জানতে হয়। না জানলে পরীক্ষায় বা ইন্টারভিউতে বেশ পিছিয়ে পড়তে হয়। চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেশ করা হল।

General Knowledge

Advertisements

১. ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্কের নাম বলো।
উঃ- ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্কের নাম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

২. পরাধীন ভারতের প্রথম ব্যাঙ্কের নাম কী ছিল?
উঃ- ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। এটি ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় ১৭৭০ সালে স্থাপন করা হয়েছিল।

৩. ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কী?
উঃ- ভারতের সর্বোচ্চ সম্মানের নাম হল ভারতরত্ন।

৪. ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম কী?
উঃ- ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম হল পরমবীর চক্র।

৫. ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
উঃ- ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে অবস্থিত।

৬. ভারতে অবস্থিত প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনের নাম বলো।
উঃ- ভারতে অবস্থিত প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনের নাম হল ফারহাট বক্স বোটানিক্যাল গার্ডেন। এটি উত্তরপ্রদেশে অবস্থিত।

৭. ভারতে অবস্থিত দীর্ঘতম খালের নাম বলো।
উঃ- ভারতে অবস্থিত দীর্ঘতম খালের নাম হল ইন্দিরা গান্ধী ক্যানেল (৬৫০ কিমি দীর্ঘ)।

৮. ভারতে অবস্থিত বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম বলো।
উঃ- ভারতে অবস্থিত প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনের নাম হল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত।

General Knowledge

৯. ভারতে অবস্থিত বৃহত্তম গুহা মন্দিরের নাম কী?
উঃ- ভারতে অবস্থিত বৃহত্তম গুহা মন্দিরের নাম হল ইলোরা। এটি মহারাষ্ট্রে অবস্থিত।

১০. ভারতে অবস্থিত বৃহত্তম গুহার নাম কী?
উঃ- ভারতে অবস্থিত বৃহত্তম গুহার নাম হল অমরনাথ গুহা। এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত।

১১. ভারতে অবস্থিত প্রাচীনতম চার্চের নাম কী?
উঃ- ভারতে অবস্থিত প্রাচীনতম চার্চের নাম হল সেন্ট থমাস চার্চ। এটি তৈরি হয়েছিল ৫২ খ্রীঃ পূঃ কেরালার ত্রিচুরে।

১২. এশিয়ার প্রাচীনতম মহিলা কলেজের নাম কী?
উঃ- এশিয়ার প্রাচীনতম মহিলা কলেজের নাম হল বেথুন কলেজ। এটি কলকাতায় অবস্থিত।

১৩. ভারতের প্রথম মহিলা কলেজের নাম কী?
উঃ- ভারতের প্রথম মহিলা কলেজ হল কলকাতার বেথুন কলেজ।

১৪. ভারতের দীর্ঘতম সেতুর নাম কী?
উঃ- ভারতের দীর্ঘতম সেতুর নাম হল ভূপেন হাজারিকা সেতু তথা ঢোলা-সাদিয়া সেতু। এটি ৯.১৫ কিমি দীর্ঘ। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু হল মহাত্মা গান্ধী সেতু (৫.৭৫ কিমি দীর্ঘ)।

General Knowledge

১৫. বলো তো, কোন খেলায় মেয়েরা ছেলেদের খায় এবং ছেলেরা মেয়েদের খায়?
উঃ- লুডু খেলায় মেয়েরা ছেলেদের খায় এবং ছেলেরা মেয়েদের খায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements