General Knowledge: জেনারেল নলেজ এমন একটা বিষয়, যেটা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভালো করে না পড়লে লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে সমস্যায় পড়তে হয়। এই ধরণের পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে বইয়ের বাইরে ইন্টারনেটের জগতেও প্রশ্ন ও উত্তর খুঁজতে হয়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে দেওয়া হল এমনই কিছু প্রশ্ন ও উত্তর General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১.কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়?
উঃ- ডাঃ এ.পি.জে. আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়।
২. কোন ভাষা থেকে পরগনা শব্দটি এসেছে?
উঃ- ফরাসি ভাষা থেকে পরগনা শব্দটি এসেছে।
৩. কোন তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়?
উঃ- ১৮ই জুলাই তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়।
৪. কেন এরিথ্রোসাইটে অবাত শ্বসনে ঘটে?
উঃ- মাইট্রোকন্ড্রিয়া না থাকার কারণে এরিথ্রোসাইটে অবাত শ্বসনে ঘটে।
৫. কোন রাজ্যের নাচ হিসাবে পরিচিত নাটুয়া?
উঃ- বিহারের নাচ হিসাবে পরিচিত নাটুয়া।
৬. একটি মার্স গ্যাসের নাম বলো।
উঃ- একটি মার্স গ্যাসের নাম হল মিথেন।
৭. ‘ফিলোজফিক জুয়োলজিক’ গ্রন্থটি কে লিখেছিলেন?
উঃ- ‘ফিলোজফিক জুয়োলজিক’ গ্রন্থটি লিখেছিলেন ল্যামার্ক।
৮. কোন শস্যে ‘ডেড হার্টিস’ হয়?
উঃ- ধানে শস্যে ‘ডেড হার্টিস’ হয়।
৯. ডয়টেরিয়ামে প্রোটন ও নিউট্রন কত অনুপাতে রয়েছে?
উঃ- ডয়টেরিয়ামে প্রোটন ও নিউট্রন ১:১ অনুপাতে রয়েছে।
১০. ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম কী?
উঃ- ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১১. জাকার্তার পুরোনো নাম কী?
উঃ- জাকার্তার পুরোনো নাম হল বাটভিয়া।
১২. পৃথিবীর কোন নদীর জলের রং রক্তের মতো লাল?
উঃ- পুকামায়ু (Pukamayu) নদীর জলের রং রক্তের মতো লাল। এটি দক্ষিণ আমেরিকার পেরু দেশে অবস্থিত।