রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, মেয়েরা কোন জিনিস ছেলেদের না ধুয়ে খাওয়ায়? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ বিষয় পড়া বাধ্যতামূলক। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এই বিভাগ থেকে। ইন্টারভিউতেও নানান প্রশ্ন করা হয় জেনারেল নলেজ বিষয়ে। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই…

Advertisements

General Knowledge: চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ বিষয় পড়া বাধ্যতামূলক। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এই বিভাগ থেকে। ইন্টারভিউতেও নানান প্রশ্ন করা হয় জেনারেল নলেজ বিষয়ে। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে কিছু প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge Question-Answer)।

General Knowledge

Advertisements

১. বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়?
উঃ- ভিটামিন বি১ (Vitamin B1)-এর অভাবে বেরিবেরি রোগ হয়।

২. কোন আন্দোলনের সঙ্গে মাদারি পাশি যুক্ত ছিলেন?
উঃ- মাদারি পাশি একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

৩. একটি অটোজমবাহিত রোগের নাম করো।
উঃ- একটি অটোজমবাহিত রোগের নাম হল থ্যালাসেমিয়া।

৪. কলম্বো কোন দেশের রাজধানী?
উঃ- কলম্বো শ্রীলঙ্কার রাজধানী।

৫. কোন সালে BRICS প্রতিষ্ঠা করা হয়?
উঃ- BRICKS প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে।

৬. BRICS- এর সম্পূর্ণ নাম বলো।
উঃ- BRICS- এর সম্পূর্ণ নাম হল ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ইন্ডিয়া (India) চীন (China), সাউথ আফ্রিকা (South Africa)।

General Knowledge

৭. BRICS- এর পূর্ব নাম কী ছিল?
উঃ- BRICS- এর পূর্ব নাম ছিল BRIC (Brazil, Russia, India, China)। তখন দক্ষিণ আফ্রিকা (South Africa) BRICS-এর অন্তর্গত ছিল না।

৮. BRIC-এ কবে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়?
উঃ- ‘BRIC’- এ দক্ষিণ আফ্রিকা যোগ দেয় ২০১০ সালে। এরপরেই ‘BRIC’ হয়ে যায় ‘BRICS’।

৯. ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ কী?
উঃ- উডের ডেস্প্যাচকে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়।

১০. পাকিস্তানের চেয়ে ভারত কতগুণ বড়ো?
উঃ- পাকিস্তানের চেয়ে ভারত ৪গুণ বড়ো।

General Knowledge

১১. কোন দেশের প্রধান নদী হেলমান্দ?
উঃ- আফগানিস্তানে প্রধান নদী হল হেলমান্দ।

১২. মেয়েরা ছেলেদেরকে কোন জিনিসটা না ধুয়ে খাওয়ায়?
উঃ- মেয়েরা ছেলেদেরকে যে জিনিসটা না ধুয়ে খাওয়ায়, সেটি হল ধোকা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements