General Knowledge: চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজের অবদান ভোলার মতো নয়। কারণ, লিখিত পরীক্ষায় এই বিভাগ থেকে একাধিক প্রশ্ন আসে। ভালো করে পড়ে গেলে তবেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। ফাঁকি দিলেই পরীক্ষার হলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. মরুস্থলী কথার অর্থ কী?
উঃ- মরুস্থলী কথার অর্থ হল মৃতের দেশ।
২. পশ্চিমবঙ্গের ১টাকার ডাক্তারের নাম কী? তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
উঃ- পশ্চিমবঙ্গের ১টাকার ডাক্তার হলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় (Sushovan Bandopadhyay)।
৩. নর্মদা নদীর অপর নাম লেখো।
উঃ- নর্মদা নদীর অপর নাম হল রেওয়া।
৪. হাওড়া কালকা মেলের বর্তমান নাম কী?
উঃ- হাওড়া কালকা মেলের বর্তমান নাম হল নেতাজী এক্সপ্রেস।
৫. ভারতে পুরাণের সংখ্যা কটি?
উঃ- ভারতে পুরাণের সংখ্যা ১৮টি।
৬. পশ্চিমবঙ্গের কোথায় সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন রয়েছে?
উঃ- পশ্চিমবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশনে সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন আছে।
৭. রামায়ণের মোট কটি খণ্ড রয়েছে?
উঃ- রামায়ণের মোট ৭টি খণ্ড রয়েছে।
৮. ভারতের কোন শহর উদ্যান নগরী নামে পরিচিত?
উঃ- ব্যাঙ্গালুরু ভারতের উদ্যান নগরী নামে পরিচিত।
৯. শিবাজির পরে কে সিংহাসনে বসেন?
উঃ- শিবাজির পরে শম্ভুজি সিংহাসনে বসেন।
১০. ভারতীয় সংবিধানের জনক (Father of Indian Constitution) কে?
উঃ- ভারতীয় সংবিধানের জনক হলেন ডাঃ বি. আর. আম্বেদকর (B. R. Ambedkar)।
১১. মানুষের চক্ষুদানে কী সংগ্রহ করা হয়?
উঃ- মানুষের চক্ষুদানে কর্ণিয়া সংগ্রহ করা হয়।
১২. কোন জিনিস শুকনো অবস্থায় ভেতরে যায় এবং ভিজে অবস্থায় বাইরে আসে?
উঃ- চুইংগাম শুকনো অবস্থায় মুখের ভেতরে যায় এবং ভিজে অবস্থায় বাইরে আসে।