General Knowledge: জেনারেল নলেজ এমন একটা বিষয়, যেটা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভালো করে না পড়লে লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে সমস্যায় পড়তে হয়। এই ধরণের পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে বইয়ের বাইরে ইন্টারনেটের জগতেও প্রশ্ন ও উত্তর খুঁজতে হয়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে দেওয়া হল এমনই কিছু প্রশ্ন ও উত্তর General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোন শস্যে ‘ডেড হার্টিস’ হয়?
উঃ- ধানে শস্যে ‘ডেড হার্টিস’ হয়।
২. কোন নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ (Bhakr Nangal Dam) তৈরি করা হয়েছে?
উঃ- শতলুজ (Satluj) নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে।
৩. কোন দেশের অধীনে কেনিয়া রয়েছে?
উঃ- আফ্রিকা অধীনে রয়েছে কেনিয়া।
৪. নিজস্ব হরফ কোন ভাষার নেই?
উঃ- কোঙ্কনী ভাষার নিজস্ব হরফ নেই।
৫. ডয়টেরিয়ামে প্রোটন ও নিউট্রন কত অনুপাতে রয়েছে?
উঃ- ডয়টেরিয়ামে প্রোটন ও নিউট্রন ১:১ অনুপাতে রয়েছে।
৬. ভারতের কোথায় ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- মিজোরামে ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে।
৭. জাকার্তার পুরোনো নাম কী?
উঃ- জাকার্তার পুরোনো নাম হল বাটভিয়া।
৮. মেহেরগড় সভ্যতা কোন যুগের অন্তর্গত?
উঃ- মেহেরগড় সভ্যতা নিওলিথিক তথা নব্য প্রস্তুর যুগের অন্তর্গত।
৯. ভারতের কোথায় তফসিলি উপজাতির সংখ্যা সবচেয়ে কম?
উঃ- ভারতের মিজোরামে তফসিলি উপজাতির সংখ্যা সবচেয়ে কম।
১০. ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম কী?
উঃ- ‘পথের দাবি’ বাংলা উপন্যাসের লেখকের নাম হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১১. ‘ভুবন সোম’ সিনেমার পরিচালকের নাম কী?
উঃ- ‘ভুবন সোম’ সিনেমার পরিচালকের নাম হল মৃণাল সেন।
১২. Google-এর বাংলা কী?
উঃ- Google-এর বাংলা হল Googol (গোগোল)। এর অর্থ হল ১-এর পরে একশোটি শূন্য।