General Knowledge: চাকরির প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় ছাড়া চাকরির প্রস্তুতি অসম্পূর্ণ। ভালো করে খুঁটিয়ে এই বিষয়টি পড়তে হয় চাকরিপ্রার্থীদের। আজকের প্রতিবেদনে এই বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ক্রিকেটার হিসাবে সর্বপ্রথম কে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
উঃ- ক্রিকেটার হিসেবে সেলিম দুরানি সর্বপ্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন।
২. এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতা হলেন পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুর।
৩. প্রথম বৈদ্যুতিক ট্রেন ভারতে কত সালে চালু হয়েছিল?
উঃ- ১৯২৫ সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন ভারতে সালে চালু হয়েছিল।
৪. কোন জায়গা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল?
উঃ- ভূমধ্যসাগর পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল।
৫. মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- মাইক্রোসফট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।
৬. কী পরিমাপ করতে ‘হুইটেস্টোন ব্রিজ’ ব্যবহার করা হয়?
উঃ- তড়িৎচালক বল পরিমাপ করার জন্য ‘হুইটেস্টোন ব্রিজ’ ব্যবহার করা হয়।
৭. কোন তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়?
উঃ- ১৮ই জুলাই তারিখে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়।
৮. কোন দেশের প্রেসিডেন্টের নাম ছিল রবার্ট মুগাবে?
উঃ- জিম্বাবয়ের প্রেসিডেন্টের নাম ছিল রবার্ট মুগাবে।
৯. বরদা চরিত্রের স্রষ্টার নাম কী?
উঃ- বরদা চরিত্রের স্রষ্টার নাম হল শরদিন্দু গঙ্গোপাধ্যায়।
১০. জল সংবহনতন্ত্র কোন সামুদ্রিক প্রাণীর দেহে থাকে?
উঃ- জল সংবহনতন্ত্র তারামাছের দেহে থাকে।
১১. ভারতের কোথায় বানজারা উপজাতি দেখতে পাওয়া যায়?
উঃ- রাজস্থানে বানজারা উপজাতি দেখতে পাওয়া যায়।
১২. ‘TRAIN’ শব্দটির সম্পূর্ণ নাম কী?
উঃ- ‘TRAIN’ শব্দটির সম্পূর্ণ নাম হল Tourist Railway Association Inc।