রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: ভাত কিংবা রুটি নয়, বলুন তো, ভারতের জাতীয় খাবারের নাম কী?

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অল্প গাফিলতিও চাকরিপ্রার্থীকে সাফল্য থেকে দূরে করে দিতে পারে। ভালো করে না পড়লেই সমস্যার মুখে পড়তে হয় পরীক্ষার হলে। প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অল্প গাফিলতিও চাকরিপ্রার্থীকে সাফল্য থেকে দূরে করে দিতে পারে। ভালো করে না পড়লেই সমস্যার মুখে পড়তে হয় পরীক্ষার হলে। প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। এই পরিস্থিতি কল্পনা করতে গিয়েই বহু চাকরিপ্রার্থীর ঘাম বেরিয়ে যায়। চাকরিপ্রার্থীদের যাতে এই ধরণের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তাঁদের সাহায্য করার জন্য এই প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ)

১. Phillumeny কী?
উঃ- ম্যাচবক্স জোগাড় করার শখ Phillumeny নামে পরিচিত।

Advertisements

২. কোন রাজ্য দেশে সর্বাধিক গম উৎপাদন করে?
উঃ- উত্তরপ্রদেশ দেশে সর্বাধিক গম উৎপাদন করে।

General Knowledge

৩. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।

৪. কোন রাজ্যে মানস ন্যাশনাল পার্ক রয়েছে?
উঃ- আসামে মানস ন্যাশনাল পার্ক রয়েছে।

৫. কোন গ্রহ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত?
উঃ- শুক্র গ্রহ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত।

৬. কে ‘ইন্ডিয়া ডিভাইডেড’ বইটি লেখেন?
উঃ- রাজেন্দ্র প্রাসাদ ‘ইন্ডিয়া ডিভাইডেড’ বইটি লেখেন।

৭. কোথায় OPEC-এর সদর দফতর রয়েছে?
উঃ- ভিয়েন্নাতে OPEC-এর সদর দফতর রয়েছে।

৮. কোন সালে হরপ্পা আবিষ্কৃত হয়?
উঃ- হরপ্পা আবিষ্কৃত হয় ১৯২১ সালে।

৯. ভারতের কোন রাজ্যে গরমপানী অভয়ারণ্য আছে?
উঃ- আসামে গরমপানী অভয়ারণ্য আছে।

১০. কোন খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত?
উঃ- হকি খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত।

১১. অগ্নিপরীক্ষার লেখক কে ছিলেন?
উঃ- অগ্নিপরীক্ষার লেখক ছিলেন আচার্য তুলসী দাস।

General Knowledge

১২. ভারতের জাতীয় খাবার কী?
উঃ- ভারতের জাতীয় খাবার হল খিচুড়ি।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements