General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এটি ছাড়া প্রস্তুতি অসম্পূর্ণ। প্রস্তুতিতে এগিয়ে থাকতে গেলে, এই বিষয়টি ভালো করে পড়তে হয়। আজকের প্রতিবেদনে এই বিষয়কে নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোন তারিখে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়?
উঃ- ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
২. এমন একজন দিল্লির সুলতানের নাম বলো, যিনি সিংহাসনে বসতেন না।
উঃ- বহুলোল লোদী সিংহাসনে বসতেন না।
৩. ‘সাচ আ লং জার্নি’ (Such A Long Journey) বইটির লেখকের নাম কী?
উঃ- ‘সাচ আ লং জার্নি’ বইটির লেখকের নাম হল রোহিন্তন মিস্ত্রি (Rohinton Mistry)।
৪. ভারতের কোন রাজ্যে সারিস্কা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- রাজস্থানে সারিস্কা টাইগার রিজার্ভ রয়েছে।
৫. ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ছিলেন ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ।
৬. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলো।
উঃ- আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল গুরু শিখর।
৭. ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম হল আর. কে. সানমুগাম চেট্টি।
৮. আইবক শব্দটির বাংলা অর্থ বলো।
উঃ- আইবক শব্দটির বাংলা অর্থ হল দাস।
৯. ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রীর নাম হল সর্দার বলদেব সিং।
১০. বৈদিক যুগে বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।
১১. প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কী?
উঃ- প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম হল চক্রবর্তী রাজাগোপালাচারী।
১২. দীঘার পুরোনো নাম কী?
উঃ- দীঘার পুরোনো নাম হল বীরকুল।