General Knowledge: চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় ভালো করে পড়লে চাকরির পরীক্ষায় বসলে সমস্যায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোথায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে?
উঃ- হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে।
২. ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কী?
উঃ- ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম হল জি ভি মাভালঙ্কর।
৩. কত সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল?
উঃ- ১৯৭৪ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
৪. কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।
৫. ভারতের কোন স্টেডিয়ামে ১৯৮৭ সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়েছিল?
উঃ- ভারতের ইডেন গার্ডেন স্টেডিয়ামে ১৯৮৭ সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়েছিল।
৬. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।
৭. কে বাংলার বাঘ নামে পরিচিত?
উঃ- আশুতোষ মুখোপাধ্যায় ‘বাংলার বাঘ’ নামে পরিচিত।
৮. কোন খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত?
উঃ- হকি খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত।
৯. কোন বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়?
উঃ- বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়।
১০. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম হল দ্রৌপদী মুর্মু।
১১. কোন খেলার সঙ্গে আরতি সাহার নাম যুক্ত?
উঃ- সাঁতারের সঙ্গে আরতি সাহার নাম যুক্ত।
১২. চাঁদের ওজন (আনুমানিক) কত?
উঃ- চাঁদের আনুমানিক ওজন ৮১ বিলিয়ন টন।