রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, চাঁদের ওজন কত? ৯৯% মানুষ জানেন না সঠিক উত্তর

General Knowledge: চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় ভালো করে পড়লে চাকরির পরীক্ষায় বসলে সমস্যায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ কেন্দ্রীক…

Advertisements

General Knowledge: চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় ভালো করে পড়লে চাকরির পরীক্ষায় বসলে সমস্যায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. কোথায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে?
উঃ- হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে।

Advertisements

২. ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কী?
উঃ- ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম হল জি ভি মাভালঙ্কর।

৩. কত সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল?
উঃ- ১৯৭৪ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।

General Knowledge

৪. কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।

৫. ভারতের কোন স্টেডিয়ামে ১৯৮৭ সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়েছিল?
উঃ- ভারতের ইডেন গার্ডেন স্টেডিয়ামে ১৯৮৭ সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হয়েছিল।

৬. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।

৭. কে বাংলার বাঘ নামে পরিচিত?
উঃ- আশুতোষ মুখোপাধ্যায় ‘বাংলার বাঘ’ নামে পরিচিত।

৮. কোন খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত?
উঃ- হকি খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত।

৯. কোন বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়?
উঃ- বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়।

General Knowledge

১০. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম হল দ্রৌপদী মুর্মু।

১১. কোন খেলার সঙ্গে আরতি সাহার নাম যুক্ত?
উঃ- সাঁতারের সঙ্গে আরতি সাহার নাম যুক্ত।

১২. চাঁদের ওজন (আনুমানিক) কত?
উঃ- চাঁদের আনুমানিক ওজন ৮১ বিলিয়ন টন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements